বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ অস্ত্র ও দেশী-বিদেশী মুদ্রা জব্দ মাধবপুরে ৯০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার কসমেটিকস্ আটক সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদকে দুদকের কমিশনার নিয়োগ হবিগঞ্জের নতুন পুলিশ সুপার আসলাম শাহাজাদা বানিয়াচংয়ের আলোচিত ৯ খুন মামলার দুই আসামি গ্রেফতার মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত লাখাইয়ে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহরে শুভ উদ্বোধন সিলেটে ডেঙ্গুতে দুজনের মৃত্যু ॥ জানে না স্বাস্থ্য বিভাগ নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি ॥ চালককে অপহরণ ॥ পুলিশের তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার-১ ॥ মালামাল উদ্ধার

বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর ও মাস্ক প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩২১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর, তিনটি অক্সিমিটার, দশটি অক্সিজেন মাস্ক ও পাঁচশত সার্জিক্যাল মাস্ক গতকাল (৪ আগস্ট) বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রদান করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউ.পি’র সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জনাব আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নকীব ফজলে রকিব মাখন, আওয়ামীলীগ নেতা ও মজলিপুরের সাবেক সর্দার সাহেদ আলী, মানবজমিনের বানিয়াচং উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক কাতার প্রবাসী মহসিন আহমেদ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কায়সার মোঃ আবুল হাদী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, বানিয়াচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন খান, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালীম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, কামালখানী গ্রামের সমাজকর্মী আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ শিহাব, বিশ্ব প্রবাসী বানিয়াচং উপজেলা কল্যাণ পরিষদের সহ-সভাপতি কাতার প্রবাসী মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ইতালী প্রবাসী খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী শামীম আহমেদ, প্রকাশনা সম্পাদক জর্ডান প্রবাসী জাকির হোসেন, সাংবাদিক আখলিছুর রহমান, উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল, সাংবাদিক এসকে রাজ সজীবসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তাগণ করোনা অতিমারিকালে এলাকাবাসীর প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য বানিয়াচংয়ের প্রবাসীদের ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও (টিএইচও) ডা. শামীমা আক্তারের কাছে অক্সিজেন কনসেন্ট্রেটরসহ অন্যান্য উপকরণ তুলে দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com