সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে এক অনলাইন ভার্চুয়াল প্রস্তুতি সভা ৩রা আগষ্ট মঙ্গলবার বিকালে অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দীক, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ প্রমূখ। সভায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, ১০.৩০ মিনিট বিশেষ মোনাজাত,ি শক্ষিত বেকার যুবকদের মাঝে যুব ঋন বিতরন, ভার্চুয়াল আলোচনা সভা, মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ৫ আগস্ট ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে মিলাদ মাহফিল, বৃক্ষ রোপন, রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনসহ বিভিন্ন অনুষ্টানের উদ্যোগে নেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com