শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে করোনায় বিবিয়ানা গ্যাস ফিল্ডের কর্মচারীর মৃত্যু ॥ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন আক্রান্তের সংখ্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৯৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ৪/৫ জন আক্রান্ত হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকায়। গতকাল সোমবার ১৪ জনের নমুনা পরীক্ষা দিয়ে ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সোমবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন নবীগঞ্জ বিবিয়ানা গ্যাস ফিল্ডের কর্মচারী বিমল দাস। নিহত বিমল দাস এর বাড়ি সুনামগঞ্জ জেলায়। সুত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বাসিন্দা উক্ত বিমল দাস নবীগঞ্জ বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মচারী হিসেবে চাকুরীর সুবাধে উপজেলার চানপুর গ্রামে গত ৪/৫ বছর ধরে বসবাস করে আসছিল। উক্ত বিমল দাস করোনায় আক্রান্ত হলে বাড়িতে লাইসোলেশনে থাকেন। রবিবার সন্ধ্যায় তার শ^াস কষ্ট বাড়লে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিনই দিবাগত গভীর রাতে (৫ই জুলাই) বিমল দাস মৃত্যুর খোলে ঢলে পড়েন। এদিকে গত ৭ দিনে নবীগঞ্জে করোনায় ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ২৭ জুন ৩ জন, ২৮ জুন ৩ জন, ২৯ জুন ১ জন, ১লা জুলাই ৫ জন, ৩রা জুলাই ২ জন, ৪ জুলাই ৪ জন ও ৫ জুলাই ৫ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। অপর দিকে চলমান পরিস্থিতির কারনে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। মাস্ক বিহীন বের হলেই তাদেরকে শাস্তি ও জরিমানা করা হচ্ছে। উপজেলা প্রশাসন করোনা ভয়াবহতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। অকারনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনরোধ করেন। প্রয়োজনীয় কাজে বের হলে স্বাস্থ্য বিধি মেনে এবং মাস্ক ব্যবহার করতে হবে বলেও সর্তক করেন উপজেলা প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com