বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার আবু তালিম চৌধুরী নিজাম

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নিয়ে চায়ের কাপে উঠছে ভোটের ঝড়। চলছে মতবিনিময় কিংবা গণসংযোগ। নির্বাচনের অনেক আগে থেকেই লুকিয়ে কিংবা প্রকাশ্যে চলছে নানান প্রচারণা। প্রতিটি এলাকার সর্বত্র একটাই আলোচনা! কে হচ্ছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান। নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালিম চৌধুরী নিজাম প্রতিষ্ঠাতা সদস্য অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়’। তিনি কুর্শি ইউপির সাদুল্লাপুর গ্রামের কৃতি সন্তান। আবু তালিম চৌধুরী নিজাম এবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখে সমাজে ভাল কাজ করে যাচ্ছেন। তিনি অবহেলিত, বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তাঁর কর্ম প্রচেষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন। প্রার্থীতা সম্পর্কে তিনি ইউনিয়নের কান্ডারী হতে চান উল্লেখ করে বলেন, কুর্শি ইউনিয়নের আপামর জনসাধারণের সার্বিক সহযোগীতা চাইব, কেননা নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে সবার সহযোগিতা বড়ই প্রয়োজন। তিনি আরো বলেন, আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই, তাই আগামী নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হলে আমি নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করবো ইনশাল্লাহ্। আবু তালিম চৌধুরী নিজাম আরও বলেন, নবীগঞ্জের ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার লক্ষে- “শিক্ষা-ঐক্য, শান্তি-প্রগতি মডেল ইউনিয়ন গড়ার মূলনীতি” জনগণের সেবা ও আধুনিক ইউনিয়ন গঠন করার লক্ষ্যে কুর্শি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে যা যা করবেনঃ- তাঁর বক্তব্য হুবহু তুলে ধরা হলো- বিসমিল্লাহির রাহমানির রাহিম” সম্মানীত ৬নং কুর্শি ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম/আদাব, অর্থ আধিপত্য কিংবা পেশি শক্তি দিয়ে নয়, শিক্ষা সংস্কৃতির মাধ্যমে উন্নয়নশীল মনমানসিকতার দ্বারা “পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষে” সততা এবং ভালবাসা দিয়ে কুর্শি ইউনিয়নবাসীর সেবা করতে চাই। প্রিয় ইউনিয়নবাসী, আমি আপনাদেরই এলাকার সন্তান। আল্লাহর উপর ভরসা করে, আপনাদের দোয়া ও ভালবাসা এবং সহযোগীতা নিয়ে আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পথ চলা শুরু করলাম। প্রিয় ইউনিয়নবাসী, ইউনিয়নের গরিব দুঃখীসহ অধিকার বঞ্চিতদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে “পরিবর্তনের অঙ্গীকার নিয়ে” একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষে, ইউনিয়নবাসীর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ। আমি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি। অনেক সমস্যায় জর্জরিত ৬নং কুর্শি ইউনিয়ন, যেমন-রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ ইত্যাদি। বর্তমানে বা অতীতে কেউই এলাকার কি চাহিদা তা সন্নাক্ত না করে শুধু আশ্বাস দিয়ে এলাকার মানুষের সরলতার সুযোগ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ার নিয়ে বসে থেকেছেন। আমি কথা দিচ্ছি সরকারের দেওয়া প্রতিটা অনুদান এবং প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে আমাদের এলাকায় আমূল পরিবর্তন আনবো। সৎ ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব শুধু একবার ভোট বিপ্লব ঘটান, আমি উন্নয়ন এবং শান্তির বিপ্লব ঘটাবো। ইনশাআল্লাহ। এছাড়াও সকল ধর্মীয় অনুষ্ঠানে সার্বক্ষনিক সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে। এছাড়া আরও উন্নয়নমুখী পরিকল্পনার জন্য আপনাদের মূল্যবান ভোট কামনা করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আপনাদের দোয়া আশির্বাদ ও সমর্থন প্রত্যাশী। মোঃ আবু তালিম চৌধুরী নিজাম চেয়ারম্যান প্রার্থী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com