বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

আউশকান্দি-কারখানা সড়কে সিএনজি শ্রমিক ও জনতার বিরোধের নিষ্পত্তি

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার টু কারখানা গ্রাম পর্যন্ত কিবরিয়া সড়কে রিক্সায় যাত্রী বহনকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা শ্রমিক ও সাধারণ জনতার মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে।
জানা যায়, গত ২২ মার্চ দুপুরে রিক্সায় যাত্রী বহনকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এঘটনায় রশিক মিয়া নামের এক গ্রীস প্রবাসী নিহত হন। এঘটনাকে কেন্দ্র করে গত ১৫ দিন ধরে এলাকার টানটান উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছিলো। এরই প্রেক্ষিতে ওই এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তি বর্গের প্রচেষ্টায় বিরোধপূর্ণ ঘটনার মিমাংসার স্বার্থে ৫ দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গতকাল ৮ এপ্রিল সকাল ১০টায় দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার অধ্যাপক আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক সুরুজ্জামান মান্নান এর সঞ্চালনায় সৃস্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠকে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট প্রবীণ শামসুল আলম কনা মাস্টার, দীঘল বাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, হাজী শাহনুর আলম সানুর, হাজী আব্দুল মালিক, আব্দুল হামিদ নিক্সন, আব্দুল গফ্ফার শাহীন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ সুলতান আহমেদ, কার্য নির্বাহী সদস্য এম.মুজিবুর রহমান, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সভাপতি দিলশাদ মিয়া, সাধারণ সম্পাদক রোমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, সালিশ বিচারক ফকির ফজলু মিয়া, কাছন মিয়া, কনা মিয়া, দুধু মিয়া, সিরাজ মিয়া, এলাইছ মিয়া, হাজী আব্দুল রউফ, মানিক মিয়া, নুনু মিয়া, নুর মিয়া, হাজী শফিক মিয়া, ধন মিয়া, গুলজার মিয়া, আবির মিয়া, সুপন মিয়া, অজয় সুত্রধর সহ এলাকার বিশিষ্ট সালিশ বিচারকগণ, সভায় সর্বসম্মতিক্রমে সিএনজি অটো রিকশা শ্রমিক ও সাধারণ জনতার মধ্যে দীর্ঘদিনের সৃস্ট বিরোধ লিখিত সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি হয়। বৈঠকে দোষী ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রাথনা করেন। পরে একটি লিখিত শান্তি চুক্তি নামায় উভয় পক্ষের নেতৃবৃন্দ স্বাক্ষর করেন। ভবিষ্যতে এধরনের জুলুম অত্যাচার হবেনা মর্মে অঙ্গীকারবদ্ধ হন।
উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে উক্ত সড়কে চলাচলরত রিক্সাযোগে স্থানীয় আউশকান্দি হীরাগঞ্জ বাজারে যাবার পথিমধ্যে দরবেশপুর সিএনজি অটোরিকশা স্ট্যন্ডের ম্যানেজার রাসেল মিয়া রিক্সার যাত্রী দাউদপুর গ্রামের বশির মিয়া ও আক্কাছ মিয়াকে রিক্সায় যেতে বাঁধা প্রদান করে। এ ঘটনায় চরম হট্টগোল দেখা দিলে দাউদপুর গ্রামের গ্রীস প্রবাসী রশিক মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়। এঘটনায় আউশকান্দি টু কারখানা কিবরিয়া রোডের দেওতৈল, দরবেশ পুর, দাউদপুর, বোয়ালজুর, ,কারখানা ও বহরমপুর গ্রামের হাজার হাজার জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিক খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। এলাকাবাসী অভিযোগ করেন, এই সড়ক দিয়ে সিএনজি অটোরিকশার শ্রমিকরা কোন ধরনের ছোট যানবাহনে যাত্রী চলাচলে বাঁধা প্রদান এবং রিক্সার চালকদের প্রায়ই মারপিট করে ও যাত্রীদের লাঞ্ছিত করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com