শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

হবিগঞ্জে শান্তিপূর্ণ হরতাল

  • আপডেট টাইম সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী ঘোষিত হরতাল হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে পালন করেছে। ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা আবু সালেহ সাদীর নেতৃত্বে ছাত্র জনতার এক বিশাল কাফেলা ভোর থেকেই শহরের প্রবেশমুখ ধুলিয়াখাল মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পথসভা করে। সভার সভাপতি মাওলানা আবু সালেহ সাদী বলেন-নরেন্দ্র মোদী ভারতের মুসলমানদেরকে রাষ্ট্রীয় মদদে হত্যা করছে। কাশ্মীরের মুসলমানদের পাখির মতো গুলি করে মারছে। গুজরাটের ৪ হাজার মুসলমান নারী পুরুষকে গুলি করে হত্যা করেছে। সম্প্রতি হাই কোর্টে কুরআনের ২৬টি আয়াত পরিবর্তন করার আবেদন বাতিল না করে ভারতসহ সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বাবরী মসজিদ ধ্বংস করে মোদী নিজেকে মুসলমান বিদ্বেষী প্রধানমন্ত্রী হিসেবে প্রমাণ করেছে। তাই আমরা মনে করি মোদীর মতো এমন সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসতে পারে না। কিন্তু দেশের অধিকাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে নরেন্দ্র মোদীর আগমনের তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরও বলেন, দেশ বিরোধী ও ইসলাম বিরোধী কর্মকান্ডের শান্তিপূর্ণ প্রতিবাদ করা দেশের নাগরিক অধিকার। কিন্তু সেই অধিকার খর্ব করে তুচ্ছ ঘটনায় নির্বিচারে মানুষ হত্যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। দেশ প্রেমিক মাদ্রাসা ছাত্রসহ নিরীহ মানুষকে আহত ও শহীদ করার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। মাওলানা জাবের আল হুদা চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা লোকমান সাদী, ইসলামী আন্দোলন হবিগঞ্জের সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শামছুল হুদা, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আরিফ রব্বানী, মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুল বাসির, মাওলানা মুসির আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com