শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে সদর মডেল থানা পুলিশের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বদলী জণিতকালে তাকে এ সংবর্ধনা দেয় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর সার্কেলে যোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মাহফোজা আক্তার শিমুল, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ আরিফ হোসাইন, নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর উপ-পরিচালক আজমল হোসেন। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এবং এসআই জুয়েল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মোচ্ছাব্বির বকুল, ইউপি চেয়ারম্যান মইনুল হক আরিফ, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, বানিয়াচং থানার ওসি এরমান হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, পুলিশ পরিদর্শক গোলাম মুর্শেদ সরকার, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, এসআই মোঃ শাহিদ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০২০ সালে ৮৬৩টি মামলা নিস্পতি করেছি। বিট পুলিশের মাধ্যমে প্রায় ২ হাজার মামলা নিস্পতি করা হয়েছে। হবিগঞ্জকে হাঙ্গামা মুক্ত রাখতে জেলা বিভিন্ন স্থানের স্কুল ও মাদ্রাসাগুলোতে সচেতনামূলক সভা-সেমিনার করেছি। যার ফলে হবিগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। এই আইন শৃংখলা পরিস্থিতির করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করেছে। তিনি রবিউল ইসলামের উজ্জল ভবিষ্যত কামনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন-যেত দিন বেঁচে থাকবো, জনসেবায় কাজ করে যাবে। বিশেষ করে হবিগঞ্জবাসী যে ভালোবাসা পেয়েছি তা আজীবন স্মরনীয় হয়ে থাকবে। তিনি হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ধন্যবাদ জানান। সভায় বক্তারা বলেন-হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম দায়িত্ব নেয়ার পর ওই সার্কেলের আওতাধীন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ থানায় দাঙ্গা কমে গেছে। জুয়া, মাদকসহ অপরাধ প্রবনতা কমে গেছে। তিনি বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মামলার নিস্পতি করেছে। জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধ নিস্পতি করেছেন তিনি। সৎ ও আদর্শবান পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের কর্মে হবিগঞ্জবাসী আজীবন মনে রাখবেন। সংর্বধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামে সম্মানে নিজেই মানপত্র লেখে তা পাঠ করেন হবিগঞ্জ সদর মডেল থানর অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। এছাড়াও বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রীয় প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী. আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com