আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে নবপ্রতিষ্টিত এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যে পাঠ্যপুস্তক তুলে দিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে এডভোকেট আবু জাহির মডেল কলেজে আয়োজিত বই বিতরন অনুষ্ঠানে ব্যাক্তিগত উদ্যোগে কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে এডভোকেট আজাদ বই বিতরন করেন। কলেজের অধ্যক্ষ রফিক আলীর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আঃ হাই কামাল, গর্ভনিং কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, আব্দুল কদ্দূস।
অফিস কাম হিসাব সহকারী এম শাহাম্মদ আলী শান্তের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, অভিভাবক প্রতিনিধি ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যলয়ের শিক্ষক সুব্রত আচার্য্য পিংকু, শিক্ষার্থীদের পক্ষে মরিয়ম ইসলাম সুমা ও খলিরুর রহমান।