শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচঙ্গে দেড় কোটি টাকা ব্যয়ে ৫২০ পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার আসামীদের সহযোগিতা ও মামলার স্বাক্ষীদের হয়রানী অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে হুশিয়ারী উচ্চারণ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। তিনি বলেন-১৯৭১ সালে যুদ্ধাপরাধীরা আমাদের মা, বোনসহ নিরীহ লোকজন নানা ভাবে নির্যাতন করেছে। তারা লুট করে নিয়ে গেছে, বাড়ি ধান চালসহ সর্বত্র। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের বিথঙ্গল পুরান বাজারে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও হোসেনপুর, গোয়ালহাটি, ইসলামপুর, মাটিকাটা, কান্দিপাড়া, পাগলসী, নীলহাটি, কামারগাও নীল হোসেনপুর, বিথঙ্গল আংশিক গ্রামের বিদ্যুৎ উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন-১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু পরিবারকে নৃংশস্য ভাবে হত্যা করেছে। ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে আছেন। যুদ্ধাপরাধী ও ১৫ আগস্ট ঘাতকদের বিচার এদেশের মাটিতে হচ্ছে। যারা অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিচার হবেই। এমপি মজিদ খান আরো বলেন-জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশের সর্বোচ্চ উন্নয়ন করেছেন। তিনি ঘরে ঘরে বিদ্যুতে আলো পৌছে দিয়েছে। ইতিমধ্যে আমার নির্বাচনীয় এলাকার আজমিরীগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে। বানিয়াচং উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে। পর্যাক্রমে বানিয়াচং উপজেলাও শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন-করোনাকালীন সময় সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করা হয়েছে। সম্প্রতিকালে বন্যায় ক্ষতিগ্রস্তদেরও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। ইতিমধ্যে বন্যাতদের মাঝে ত্রান ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরী করেও সহযোগিতা করা হবে। বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা পল্লীবিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইসরাত কামাল, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দছ শামীম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, ইউপি সদস্য দোলন মেম্বার, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খলিল, বাবুল মিয়া, পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদ পীযুষ সূত্রধর, আশরাফ উদ্দিন মেম্বার প্রমূখ। উল্লেখ্য ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৫২০টি পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com