মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

মাধবপুর শিল্পকলা একাডেমি’র বার্ষিক বনভোজন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৮০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ফাগুনের দাবাদাহে ব্যাস্ত শহর যখন অতিষ্ট, পুঞ্জিভুত চৈত্রের অস্থির মেঘেরা যখন আকাশেই ঘুরাফিরা করে চলে যায় অন্য আকাশে, ঠিক এমনি এক সময় প্রাত্যহিক যান্ত্রিক জীবন থেকে একদিনের পরিত্রানের আশায় মাধবপুর শিল্পকলা একাডেমী আয়োজন করেছিল বার্ষিক বনভোজন ২০২০। ব্যাস্ত নগরীতে বনভোজন কেবল মাত্র নগর পীড়নের পরিত্রানই নয়, এক মিলন মেলাও বটে। ১৩ মার্চ শুক্রবার দিনটি ছিল মাধবপুরবাসীদের জন্য এক মহা আনন্দের। লনীয় ভীড় আর অসীম উল্লাসে ফেটে পরা শিল্পকলার শিক্ষার্থী, অভিভাবক প্রান ভরে উপভোগ করে পারস্পরিক সখ্যতা, মুখরোচক খাবার, খেলাধুলা প্রানবন্ধ সাংস্কৃতিক অনুষ্টান আর র‌্যাফেল ড্র। দিনের শুরুতেই উপজেলা সদরে শিল্পকলা একাডেমির সামনে মিলিত হয় সবাই। যথা সময়ে বাসে আসন গ্রহন করতে পেরে সকলের আনন্দ আরও যেন বেড়ে যায়। বনভোজন কমিটি আগে থেকেই মজাদার নাস্তার আয়োজন রেখেছিল। যাত্রা শুরুর আগেই সকলে মিলে তা উপভোগ করে। যাত্রার শুরুতেই উপজেলার সহকারি কমিশনার ভূমি সব পরিবারে উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। গন্তব্য মৌলভীবাজারের লন্ডন প্রবাসী সৈয়দ মুকিত চৌধুরীর খামার বাড়ী। সকাল এগারটার দিকে খামার বাড়ীতে যানবাহন গিয়ে খামার বাড়ীতে পৌছায়। গাড়ী থাকার সঙ্গে সঙ্গে সকল শিক্ষার্থী ও অভিভাবকরা যার যার মতো করে নেমে বেড়িয়ে পড়ে খামারের মৎস প্রকল্পসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও ছবি তুলতে। শিল্পকলা একাডেমির ফোকাল পয়েন্ট মোঃ খাইরুল হোসাইন মনু মাইকে দিনের কর্মসূচি ঘোষনা করেন। সমন্বয়ক লিটন রায় র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি শুরু করে। অন্যদিকে কায়সার আহম্মেদ মাঠ থেকে বাশিতে ফু দিয়ে বাচ্চাদের মাঠে ডাকেন। শুরু হয় বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের প্রতিযোগিরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে খেলার মাঠকে প্রানবন্ত করে তোলে। পরপরই শুরু হয় পুরুষদের পাতিল ভাংগা ও মহিলাদের বালিশ খেলা ও পাতিল ভাঙ্গা। এই পর্ব পরিচালনায় আরও যারা সহযোগিতা করেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মোঃ আপন মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মোঃ রোকনউদ্দিন লস্কর, ব্যবসায়ী সুজিত পাল, বাবুল পাল, শিক্ষক হরিভ’জন রনি, সন্তোষ রায়। জুম্মার নামাযের পর পর মুখরোচন খাবার পরিবেশন করা হয়। এর মধ্যেই উপস্থিত হয় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। পিকনিক পর্বের শেষ পর্যায়ে খেলাধূলায় ও র‌্যাফেল ড্রয়ের বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com