বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুখচর গ্রামের কদ্দুস হত্যার ২০ দিনেও গ্রেফতার হয়নি আসামী বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি

  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ফিকলের আঘাতে চাচা আব্দুল কদ্দুছ (৫৫) নিহতের ২০ দিন পার হলেও গ্রেফতার করা হয়নি কোন আসামী। উল্টো ওই মামলার বাদী নিহতের পরিবারকে মামলা তুলে নিতে দেয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই মামলার অন্যতম আসামী ভুলু দাস (৫৫) ও তার পরিবারের স্বজনরা মামলা থেকে বাঁচতে শাক দিয়ে মাছ ডাকতে বিভিন্ন মহলে শুরু করেছে দৌড়ঝাপ। নিহতের পুত্র বিল্লাল মিয়া এ প্রতিনিধিকে বলেন, ‘মামলা করেও আমরা পড়েছি বেকায়দায়, আমার পিতাকে হত্যার দিন থেকেই পুলিশ কোন আসামী গ্রেফতার না করে বিবাদীদের রক্ষা করার জন্য উল্টো আমাদের বাড়িতে পরপর ১৫ দিন অবস্থান নেয়। বিবাদীরা আসন্ন পূজায় আমাদের গ্রামে থাকা মন্দিরে ভাংচুরসহ যেকোন ধরনের অপ্রতিকর ঘটনায় জড়িত করে আমাদের হয়রানি করতে পারে। ওই গ্রামের মুরব্বী মলাই মিয়া জানান, সুখচর গ্রামে প্রায় ১’শটি সনাতন পরিবারের বসবাস। নিহত আব্দুল কদ্দুছ খুবই ভাল লোক ছিল। তার যৌথ প্রচেষ্টায় এ গ্রামে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু সে কোনদিন কোন সনাতন সম্প্রদায়ের লোকদের আক্রমণ তো দুরের কথা কোন কুটুক্তি ও করেনি। তাই আমাদের জানা মতে এ হত্যার সাথে যারা জড়িত সবাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সুখচর গ্রামের দিনমুজুর আব্দুল হামিদ জানায়, আব্দুল কদ্দুছ হত্যা মামলার আসামীরা খুবই প্রতাপশালী। তারা ভুয়া দলিল তৈরি করে আমার অনেক জায়গা দখল করে নিয়েছে। আমি কোন বিচার পাইনি। উল্টো ব্লেড দিয়ে নিজেদের শরীরে এলোপাতাড়ী আঘাত করে আমাকে ১ মাস জেল কাটিয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, আসামীরা পলাতক রয়েছে। তবে গ্রেফতারের প্রক্রিয়া চলছে, আশাকরি খুব শীঘ্রই তাদের আটক করা সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুখচর গ্রামের মৃত টেকাই মিয়ার পুত্র দিনমুজুর আব্দুল কদ্দুছ (৫৫) কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রসহ আরও ৫জন আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে নিহতের স্ত্রী সুন্দর নেছা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com