শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

হবিগঞ্জ ইউজিআইআইপি প্রকল্প পরিচালক রেজাউল করিম্ ॥ পৌর পরিষদকে বস্তি উন্নয়নে আরো মনোযোগী হতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইউজিআইআইপি প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেছেন, পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হলে সকল নাগরিকদের জীবনমান উন্নয়ন হয়। তাই পৌর পরিষদকে বস্তি উন্নয়নে আরো মনোযোগী হতে হবে। -হবিগঞ্জ পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরসভার শাখা প্রধানদের সাথে মতবিনিময়কালে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল করিম এসব কথা বলেন। তিনি বলেন বস্তি উন্নয়নে মেয়র তথা পৌর পরিষদকে অভিভাবকসুলভ মনোভাব দেখাতে হবে। বস্তি উন্নয়নে অর্থ যাতে যথাযথ ও স্বচ্ছতার সাথে ব্যয় হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকা প্রয়োজন।’ তিনি বলেন, ‘ইউজিআইআইপি’র মেয়াদ শেষ হয়ে আসছে। শেষ দিকে এসে ব্যাপকভাবে কর্মতৎপরতা দেখিয়ে হবিগঞ্জ পৌরসভাকে তার সুনাম অর্জন করতে হবে।’ রেজাউল করিম বলেন হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে শতভাগ মান বজায় রাখার জন্য মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে হবে।’ মেয়র মিজানুর রহমান মিজান বলেন, বর্তমান পরিষদ কর্মতৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। শীঘ্রই হবিগঞ্জ পৌরসভার নতুন ডাম্পিং সাইট বাস্তবায়ন করে শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হবে বলে। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। পৌর পরিষদের পক্ষ হতে প্রকল্প পরিচালকের হাতে সম্মাননা পদক তুলে দেন মেয়র মিজানুর রহমান। সকালে হবিগঞ্জ পৌরসভায় পৌছুলে প্রকল্প পরিচালককে স্বাগত জানান মেয়র মিজানুর রহমান মিজান সহ পৌর কউন্সিলরগন। পরে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শন করেন প্রকল্প পরিচালক রেজাউল করিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com