বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার রাস্তার ঝোপঝাড় পরিষ্কার

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৭৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ স্বেচ্ছাশ্রমে মাধবপুর উপজেলার আন্দিউড়া-বানেশ^র রাস্তার দু-পাশের প্রায় ৩ কিলোমিটার ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়েছে। ঈদকে সামনে রেখে রাতে রাস্তায় চুরি, ছিনতাই ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে বাণেশ^র, মাহমুদপুর গ্রামের জনগন।
উপজেলার আন্দিউড়া বানেশ^র সড়কে কিছু দিন পর পর ছোট খাট চুরি, ছিনতায়ের ঘটনা ঘটে। ঈদ আসলে এ সড়কে অপরাধ প্রবণতা বেড়ে যায়। চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা ঝোঁপ ঝাড়ের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সুযোগ পেলেই পথচারিদের আটকিয়ে চুরি, ছিনতাই করে স্ববস্ব নিয়ে যায়। আগাছা ও ঝোপঝাড় বেশি থাকায় পুলিশও তাদের ধাওয়া করে ধরতে পারে না। সড়কটিতে রাতে অপরাধ কমাতে নানা পদক্ষেপ গ্রহন করা হয়। এরই অংশ হিসাবে বানেশ^র- মাহমুদপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরামর্শ করা হয়। এরপর স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় আগাছা পরিষ্কারের আহ্বান জানালে তরুন সমাজ সেবক মিজানুর রহমানের নেতৃত্বে এলাকার শতাধিক লোক শনিবার সকালে দা, কুড়াল, কোদাল নিয়ে আন্দিউড়া-বানেশ^র রাস্তায় নামে। তারা রাস্তায় বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করেন।
প্রবাস ফেরত আনিসুর রহমান জানান, বানেশ^র, মাহমুদ গ্রামের অনেক লোক ঢাকা সহ বিভিন্ন এলাকায় থাকেন। ঈদ মৌসুমে অনেকে গ্রামে আসেন । রাত ১০টার পর বানেশ^র গ্রামে সিএনজি (অটোরিক্সা) আসতে ভয় পেত। কারন এ রাস্তায় ঝোপঝাড় থাকার কারনে দূর্বত্তরা ঝোপঝাড়ে উৎপেতে থেকে যাত্রীদের উপর হামলা করে টাকা পয়সা ছিনিয়ে নিত। এখন রাস্তা পরিষ্কার হওয়ায় অপরাধ কমে যাবে বলে মনে করি।
বাণেশ^র গ্রামের পল্লী চিকিৎসক সেলিম চৌধুরী বলেন, আন্দিউড়া বানেশ^র রাস্তায় স্বেচ্ছাশ্রমে আগাছা, ঝোপঝাড় পরিষ্কার হওয়ায় রাস্তার শ্রী বৃদ্ধি পেয়েছে। রাতের বেলা চলাচল করতেও কোন অসুবিধা হবে না। আগে দূর্বত্তরা ঝোপঝাড়ে উৎপেতে থাকত আবার অপরাধ সংঘটিত করে ঝোপঝাড়ে আশ্রয় নিত। এখন আর এ সুযোগ নেই। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, জনগনকে বুজিয়ে বলা হয়েছে ঝোপঝাড় পরিষ্কার করার জন্য। এতে গ্রামবাসি উৎসাহিত হয়ে ঝোপঝাড় পরিষ্কারে নামে। আগে ঝোপঝাড়ের কারনে টহল পুলিশ দুরে কি হচ্ছে দেখতে পেত না। এখন দূর্বত্তরা আতংকে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com