মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জবাসীর উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ॥ খোয়াই নদীর পানি তলদেশে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জবাসীর উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়েছে। গত দু’দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে শহরবাসী। খোয়াই নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আতঙ্ক আর বিপদমুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরবাসী। স্মরণকালের যে কোন সময়ের বন্যার চেয়ে গেল বন্যার পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। নিকট অতীতে কেউ এ ধরণের ভয়াবহ বন্যা দেখেননি বলে সবাই দাবি করছেন। সেই সাথে সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে ভবিষ্যতে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারবে বলে আশার সঞ্চার হয়েছে।
এদিকে গতকাল বুধবার বিকেল ৩টায় শহরের মাছুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল। উজানে ভারতে বৃষ্টিপাত থেমে যাওয়ায় এবং পাহাড়ি ঢল না আসায় নদীর পানি মঙ্গলবার বিকেল থেকে কমতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাটি এলাকায় অবস্থিত খোয়াই নদীর ডুবন্ত বাঁধের মধ্যে বানিয়াচং উপজেলার সুজাতপুর, দক্ষিণ সাঙ্গর নৌকাঘাট, রতনপুর ও গজারিয়াকান্দি এলাকায় বাঁধ ভেঙ্গে যায়। এসব ভাঙ্গন দিয়ে খোয়াই নদীর পানি হাওরে ছড়িয়ে পড়ায় নদীর পানি দ্রুত হ্রাস পায়।
অনেকের মতে, খোয়াই নদীর প্রতিরক্ষা বাধ মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা সঠিক ভাবে দায়িত্ব পালন করেন নি। ২ মাস পূর্বে জেলা আইন শৃংখলা কমিটির সভায়ও পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদের গাফিলতি ও দায়িত্বে অবহেলা নিয়ে ব্যাপক আলোচনা ও সমলোচনা করা হয়। কিন্তু তাদের টনক নড়েনি। ফলে এর খেসারত দিতে হয়েছে হবিগঞ্জবাসীকে। খোয়াই নদীতে পানি বৃদ্ধি পাবার সাথে বাধের দুর্বল স্থানগুলো বিশেষ করে শহরের কামড়াপুর, মাছুলিয়া ও হরিপুর এলাকায় বাধে ফাটল দেখা দেয়। শত শত মানুষ স্বেচ্ছায় দিনরাত কাজ করে বাঁধের দুর্বল স্থানগুলোকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে সক্ষম হয়।
উল্লেখ্য, খোয়াই নদীর পানি গত রোববার রাতে আশংকাজনভাবে বৃদ্ধি পেতে থাকে। সোমবার রাতে নদীর পানি বিপদসীমার ২৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের আশংকা দেখা দেয়। যার ফলে শহরবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com