বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত ॥ বিশাল ব্যবধানে ইকবাল খান চেয়ারম্যান নির্বাচিত ॥ আশরাফ খান ও জাহানারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত আজমিরীগঞ্জে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত ॥ আলাউদ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ॥ মিলোয়ার হোসেন ও রেফা আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত শায়েস্তাগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহত নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী গতি গোবিন্দ শহীদ পরিবারের সন্তান নন বলে অভিযোগ ॥ আমার দাদা, বাবা, ভাই মুক্তিযুদ্ধের সময় মারা যান-গতি গোবিন্দ জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম নবীগঞ্জ থেকে উদ্ধার ॥ গ্রেফতার ৪ শায়েস্তানগর থেকে টমটম চুরির চেষ্টা ॥ আটক ২ হবিগঞ্জ রেড ক্রিসেন্টের বিশ্ব রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আনার নির্দেশ চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন নবীগঞ্জে অভিনব কায়দায় বিনামুল্যে প্রাপ্ত সেচ মেশিন বিক্রি

নবীগঞ্জে যুবদলের গণ সমাবেশে শেখ সুজাত এমপি একদলীয় নির্বাচন হলে গ্রামে গ্রামে সংগ্রাম কমিটি গঠন করে তা প্রতিহত করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৩৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেছেন, আওয়ামীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশে খুন, গুমের রাজনীতি শুরু করেছে। বর্তমানে তারা নির্বাচন নিয়ে নানা টালবাহানা শুরু করেছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের ৯০ ভাগ মানুষ যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, ঠিক তখনই আওয়ামীলীগ ক্ষমতা হারানোর ভয়ে সে দাবী উপেক্ষা করে বাকশালী কায়দায় একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এই একদলীয় নির্বাচন প্রতিহত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, একদলীয় নির্বাচন হলে গ্রামে গ্রামে সংগ্রাম কমিটি গঠন করে তা প্রতিহত করতে হবে।
তিনি গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্থানীয় জগন্নাথপুর হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত যুব-গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। ইউপি যুবদল সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিফজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সহ-সভাপতি আব্দুর রকিব। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, রিপন কান্তি দাশ, আখলাকুল হক চৌধুরী বিপ্টু, নুর আলী, আবু বক্কর সিদ্দীকি, সাইদুর রহমান, শামীম আহমদ মনা, রানা আহমদ, নুরুল আমীন, সৈয়দ জুবায়ের আহমদ, রুহেল আহমদ, আব্দুল মুমিন, সঞ্জয় দাশ, অরবিন্দু রায়, রসময় শীল, অলক দাশ, শাহানুর আলম, মিন্টু দাশ, রিপন দাশ, কল্যান দাশ, লুৎফুর রহমান, সামছু মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com