মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাবার দায়ের কোপে মেয়ের মৃত্যু ॥ পিতা আটক মাধবপুরে অগ্নিকান্ডে ৪টি বসতবাড়ি ভস্মীভূত ॥ ক্ষতি ৫০ লাখ টাকা নবীগঞ্জের মুহিত চৌধুরীর বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা আত্মসাতের মামলা হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫নং কূপের ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধন বহুলায় সাপে কাটা রোগীর মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪ গুরুতর অবস্থায় ১ জনকে সিলেট প্রেরণ মাধবপুরে বাস উল্টে নিহত ২ টাইফয়েড টিকা ক্যাম্পিং নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত প্রয়োজনীয় ডিগ্রি না থাকা সত্বেও রোগীকে এনেস্থেশিয়া দেয়ার অভিযোগ মাধবপুরে যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশারফ গ্রেপ্তার

বাহুবলে অপহরণের ১ মাসেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অপহরণের একমাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণির মাদরাসা ছাত্রী। গত ১৯ অক্টোবর উপজেলার শেওড়াতলী গ্রামের জনৈক কৃষক কন্যা হিলালপুর শাহজালাল সুন্নীয়া মাদরাসার ছাত্রীকে একই গ্রামের আফজল মিয়া ওরপে আকবর নামে এক যুবক ও তার সঙ্গীরা ডুবাঐ বাজারের অদূরে বিজুলী পুল নামক স্থান থেকে অপহরণ করে। ঘটনার পর অপহৃতার মা বাদী হয়ে বাহুবল মডেল মামলা দায়ের করলে পুলিশ সুহেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। অপহৃতার পরিবার সূত্র জানায়, শেওড়াতলী গ্রামের জনৈক কৃষক কন্যা হিলালপুর শাহজালাল (রহ.) সুন্নীয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। একই গ্রামের ইয়াবর মিয়ার পুত্র আফজল মিয়া ওরপে আকবর দীর্ঘদিন ধরে মাদরাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে যৌন হয়রানী করে আসছিল। বিষয় ওই ছাত্রীর পরিবারের লোকজন আফজল মিয়া ওরপে আকবর-এর অভিভাবকদের অবগত করলে সে ক্ষিপ্ত হয়। গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে পিতা-মাতার সাথে সিএনজি অটোরিকশাযোগে ওই ছাত্রী মামাবাড়ি হিলালপুর গ্রামে যাবার পথে ডুবাঐ বাজারের অদূরে বিজলী পুল নামক স্থানে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এ সময় উল্লেখিত আফজল মিয়া ওরপে আকবর ও তার সহযোগীরা পিতা-মাতার পাশ থেকে ওই ছাত্রীকে অপহরণ করে। ঘটনার পরপর অপহৃতার মা বাদী হয়ে বাহুবল মডেল থানায় উপজেলার শেওড়াতুলী গ্রামের ইয়াবর মিয়ার পুত্র আফজল মিয়া ওরপে আকবর (২২), ছত্তর মিয়া ওরপে ফিরোজ মিয়ার পুত্র কাজল মিয়া (৩২), শহীদ মিয়া (৪৫) ও সোহেল মিয়া (৩০) এবং শহীদ মিয়ার পুত্র আরমান মিয়া (২২) সহ অজ্ঞাত আরো ২ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। অপহৃতার মা এ প্রতিবেদককে বলেন, আমি গরিব মানুষ, তাই আমার কান্না কেউ দেখছে না, কেউ শুনছেও না। আমার চার ছেলে-মেয়ের মাঝে বড় মেয়েটিকে আফজল মিয়া ওরপে আকবর ও তার সহযোগীরা অপরহণ করেছে। আমি আমার নাবালিকা মেয়েকে উদ্ধারের জন্য মাতব্বর, জনপ্রতিনিধিসহ পুলিশের দরবারে বার বার ধর্ণা দিচ্ছি। আজ প্রায় একমাস হতে চলল কেউ আমার মেয়েকে উদ্ধার করে দিল না। আমার মেয়ে কী বেঁচে আছে, না ওরা মেরে ফেলেছে-আমি জানি না বলেই হাউ মাউ করে কেঁদে উঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com