শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

নবীগঞ্জ পৌরসভা আয়োজিত পৌরকর মেলার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেছেন, ‘পৌর করের উপর নির্ভর করে একটি পৌরসভার সার্বিক উন্নয়ন।’ তিনি বলেন, ‘পৌরকর প্রদান করা প্রতিটি পৌর নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।’ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক চতুর্থবারের মতো পৌর কর মেলা আয়োজন করায় আমি মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ পৌর পরিষদকে ধন্যবাদ জানাই। তিনি গতকাল বুধবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীগঞ্জ পৌরসভার ‘পৌরকর মেলা ২০১৯’ এর শুভ উদ্বোধন করে উপরোক্ত কথাগুলো বলেন। “পৌরসভার উন্নয়নে, কর দেবো খুশি মনে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে চতুর্থ বারের মতো কর মেলার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌর কর মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তৃতায় পৌর মেয়র বলেন, ‘নবীগঞ্জ পৌরসভাকে সকল সরকারি বেসরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হলে পৌরকর আদায়ের হার সন্তোষজনক হওয়া আবশ্যক। কিন্তু প্রকল্পগুলোর শর্তানুযায়ী অত্র পৌরসভার অন্যান্য বিষয় ভালো থাকা সত্যেও পৌরকর আদায়ের দিকে আমরা পিছিয়ে আছি। এ বিষয়ে জনগণকে অবহিত করণসহ পৌরকর প্রদানে উদ্বোদ্ধকরণের লক্ষ্যে চতুর্থবারের মতো পৌরকর মেলার আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমি আশা করি, নবীগঞ্জ পৌরসভার করদাতাগণ পৌরকর প্রদান করে প্রকল্পগুলোতে অন্তর্ভুক্ত হওয়া সহ সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন।’ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, ডাঃ মোঃ আব্দুস সামাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরকর আদায় ও নিরূপন কমিটির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জায়েদ হোসেন, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, ইউসিবিএল কর্মকর্তা হেলাল উদ্দিন, উপ-সহকরী প্রকৌশলী মোঃ শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কবি আফতাব আল মাহমুদ, সাংবাদিক সারোয়ার শিকদার, সেলিম তালুকদার, আব্দুল রকিব হক্কানী, মোঃ আলমগির মিয়া, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, মেলার ২য় দিন ২৭জুন বৃহস্পতিবার মেলায় করদাতাদের উৎসাহিত করতে সম্মানীত অগ্রিম করদাতাদের এবং মেলায় এসে কর প্রদানকারীদের পুরস্কৃত করার পাশাপাশি দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com