শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে বহি®কৃত ছাত্রলীগ আহবায়ক হাবিব কারাগারে ॥ রিমান্ডের আবেদন ॥ রবিবার শুনানী

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী খুনের মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে গতকাল কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি’র) সহায়তায় তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ পুলিশের সহকারী সুপার এএসপি নাজমূল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল হাবিবুর রহমান হাবিবকে আদালতে হাজির করে ৬দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আগামীকাল রবিবার রিমান্ডের শুনানীর কথা রয়েছে। পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের ছাত্রনেতা হেভেন চৌধুরী ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে দু’গ্র“পের সংঘর্ষে গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য লাইফ সাপোর্ট দিয়ে ঢাকার এ্যপোলো হাসপাতাল নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ বিকেল পৌনে ৫টায় মারা যান তিনি। নিহত হেভেন চৌধুরী ছিলেন মকবুল হোসেন চৌধুরীর একমাত্র পুত্র সন্তান। ২ মার্চ (নবীগঞ্জ থানার মামলা নং-০২) থানায় হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী বাদী হয়ে ছাত্রলীগ আহবায়ক (বহিস্কৃত) হাবিবুর রহমান হাবিব ও ৩ যুগ্ম আহবায়কসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্বরোচিত হত্যাকান্ডের বিচারের দাবিতে উপজেলার নয়মৌজা অঞ্চলের তরফ থেকে লাশের কফিন নিয়ে শোকার্ত জনতার র‌্যালি, উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। ৪ মার্চ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং হাবিবসহ ৭জনকে বহিস্কার করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। ১২ মার্চ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের আদালত থেকে ৬মাসের জামিন নেন আহবায়ক হাবিব ও যুগ্ম আহবায়ক খোর্শেদ আলম মফিজ। রায়ের বিরুদ্ধে আপীল করেন মামলার বাদী মকবুল হোসেন চৌধুরী। হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগ আসামীদের জামিন বাতিল করেন। গ্রেফতার এড়াতে পালিয়ে থাকেন হাবিব। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডিএমপি পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামী হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতেই তাঁকে হবিগঞ্জ নিয়ে আসা হয়। গতকাল দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এএসপি নাজমূল ইসলাম বলেন, ডিএমপির সহায়তায় ঢাকার কাকরাইল এলাকা থেকে প্রধান আসামী হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যারহস্য উদঘাটনে রিমান্ডের আবেদন হয়েছে। রবিবার শুনানীর আশাবাদ ব্যক্ত করেন তিনি। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২৪ ফেব্র“য়ারী শেরপুর সড়কের বাসায় দুপুরে খাবার শেষে শহরের সোনারখনি নিকটবর্তী রড, সিমেন্টের দোকানে যান নিহত হেভেন চৌধুরী। রাত পৌনে নয়টায় বাজারে সওদাই করার জন্য রওয়ানা হন। নতুনবাজার মোড়ের সেন্ট্রাল প্লাজার সামনে পৌছলে রাত পৌনে ৯টায় মালার প্রধান আসামী উসমানী রোডের বাসিন্দা আকলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান, আলতা মিয়ার পুত্র মফিজ উদ্দিন, পৌর এলাকার সালামতপুর গ্রামের খুরশেদ মিয়ার পুত্র মুছা মিয়া, বোরহানপুর গ্রামের বাচ্চুু মিয়ার পুত্র মাহের, শেরপুর সড়কের বাসিন্দা হাফিজ রুহুল আমিনের পুত্র মুনাইম, হরিধরপুর গ্রামের নুনু মিয়ার পুত্র সুমন, পৌর এলাকার চরগাঁও গ্রামের চুনু মিয়া চৌধুরীর পুত্র জায়েদ চৌধুরী, গন্ধা গ্রামের আবদুস শহিদের পুত্র কাসেম, নহরপুর গ্রামের ফয়জুল হকের পুত্র মাহফুজ, রতনপুর গ্রামের হাতিম উল্যার ছেলে জুনু মিয়া, গন্ধা গ্রামের মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে ছানু মিয়া, শেরপুর সড়কের কাঁচা মিয়ার পুত্র জুয়েল মিয়া, বেগমপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র নুরুল আমিন, গন্ধা গ্রামের আবদুল মালিকের পুত্র জুলহাস মিয়া, শিবপাশার পিকলু দাসসহ অজ্ঞাতনামা ৮/১০ জন দুর্বৃত্ত প্রাণনাশক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রধান আসামী হাবিবের নির্দেশে ঘেরাও করে অতর্কিত হামলা চালায়। হাবিব ও মফিজ নিহত হেভেনের দুই হাত ধরে রাখে। আসামী মাহের ষ্ট্রীলের জিআই পাইপ দিয়ে মাথায় সজোরে আঘাত করে। জুনু মিয়া লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। দোকান বাকীর টাকা নিয়ে ছাত্রলীগ নেতা হাবিবের সাথে বিরোধের জের হিসেবেই এঘটনা ঘটে। মুছা হকিষ্ট্রিক দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে থেতলানো জখম করে। জাহেদ ও সুমন, মুনাইম, লোহার রড দিয়ে সজোরে মাথায় আঘাত করিয়া থেতলানো জখম করে। অসংখ্য আঘাতের কারণে নিহত হেভেন চৌধুরীর মাথার অনেকাংশ শক্ত থেতলানো জখম হয়। মুমুর্ষ হইয়া মাটিতে পড়ার উপক্রম হইলে হাবিব ও মফিজ হাত ছেড়ে দেয়। মাটিতে পড়িয়া যায় হেভেন চৌধুরী। আসামী কাসেম ষ্ট্রীলের পাইপ দিয়ে বুকের ডান পাশের্^ ফাড় দিলে শক্ত থেতলানো জখম হয়। ছানু মিয়া হকিষ্ট্রিক দিয়ে হাতের বাম পাশে শক্ত আঘাত করে। আসামী সুমন, নুরুল আমিন, পিকলু দাস ও জুলহাস রাস্তায় থাকা ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেতলানো জখম করে। আসামী কাসেম, সুমন ইট দিয়ে স্বাক্ষী রিপন চৌধুরীর তলপেটে থেতলানো জখম করে। আসামীরা গুরুতর আহত হেভেন চৌধুরীর দুটি মোবাইল সেট এবং দোকানের বিক্রিত ৩০/৩৫ হাজার টাকা ছিনাইয়া নেয়। হেভেন চৌধুরীর মৃত্যু হয়েছে ভাবিয়া লাশ গুমের জন্য হাবিব, মফিজ, মুছা, মাহের ধরাধরি করিয়া নিয়ে যেতে চাইলে নিহতের পিতা মকবুল হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে খুন খুন বলিয়া চিৎকার দেন এবং স্বাক্ষীগণসহ বাজারের লোকজন আসিলে ঘাতকরা পালিয়ে যায়। জখমী স্বাক্ষী পারভেজ ও রিপন চৌধুরী আহত হেভেন চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ বিকেল পৌনে ৫টায় মারাযান তিনি। প্রধান আসামী গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। মামলার বাদী মকবুল হোসেন চৌধুরী হত্যার রহস্য উদঘাটন, সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com