শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

এমপি আবু জাহির প্রথম বিভাগ ক্রিকেট লীগে মডার্ণ ক্লাব চ্যাম্পিয়ন ॥ হবিগঞ্জে ক্রীড়াঙ্গণের উন্নয়ন অব্যাহত থাকবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এমপি আবু জাহির ১ম বিভাগ ক্রিকেট লীগে মডার্ণ ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা উত্তরণ সংসদকে ২ উইকেটে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে উত্তরণ সংসদ ৪৩.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রকি ৬৪, সাইদুর ২৯ রান সংগ্রহ করে। মডার্ণের রাজু ও ধীমান ৩টি করে, জসিম ২টি ও নাছিম এবং রাফি ১টি করে উইকেট লাভ করে। জবাবে মডার্ণ ক্লাব ৩৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে অধিনায়ক মুকুল ৩৬, তারেক ২০, ধিমান ১৯, আল আমিন ও হিমেল ১২ রান করে সংগ্রহ করে। উত্তরনের রাব্বি, রিহাব ও জুনেদ ২টি করে, রিন্টু ও রতন ১টি করে উইকেট লাভ করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মডার্ণের ধীমান, সর্বোচ্চ রান সংগ্রহকারী মডার্ণের অধিনায়ক মুকুল এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর পুরস্কার পায় শ্যামলী ক্রীড়া চক্রের আনসার। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের এডভোকেট মোঃ আবুু জাহির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গণের উন্নয়ন করে যাচ্ছি। হবিগঞ্জের খেলোয়াড়রা আধুনিক স্টেডিয়ামের স্বপ্ন দেখতেন। ব্যাপক প্রচেষ্টা চালিয়ে বহু কাংখিত আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছি। সামনের দিনে আধুনিক স্টেডিয়ামে আরো উন্নয়ন করবো। এছাড়া ক্রীড়াঙ্গণের উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com