মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

শিক্ষাবিদ অরবিন্দ দাশের ৯৬ তম জন্মদিন পালিত

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষাবিদ অরবিন্দ দাশের ৯৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় অরবিন্দ দাশের মাস্টার কোয়ার্টারস্থ বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠান আয়োজিত হয়। ওই সময় হবিগঞ্জের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ ও তাঁর অনুরাগীগণ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্র কুমার শীল, শিশু সংগঠক বাদল রায়, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু সূত্রধর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, সংস্কৃতিকর্মী আশীষ কুমার দাস, প্রভাকর দাস, গৌতম চন্দ্র দাস, এম রহমান রাকিব, আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় অরবিন্দ দাশ বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনের পরে অবসর জীবনের এ অধ্যায়ে এসে তোমাদের শুভেচ্ছা ও ভালবাসা পেয়ে আমি অনেক আবেগাপ্লুত বোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com