স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের জগদীশপুরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একদল সদস্য গতকাল ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসরি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ হান্নান (৩৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (২৭)। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।