স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) সকাল বেলা মাধবপুর পৌর এলাকার মামনি হাসপাতালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্লাহ। তাঁর নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই শাহিনুর ইসলাম ও এসআই সাইদুর রহমান। পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ওই স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে পরিত্যক্ত অবস্থায় গাঁজার বস্তাগুলো উদ্ধার করা হয়।