বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের শহরে স্কুলছাত্র হত্যার ঘটনায় সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন স্থগিত সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ লাখাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের নির্যাতনের শিক্ষার এক স্কুল শিক্ষক আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি’র পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নবীগঞ্জে সেনা-পুলিশের কঠোর অবস্থানে বন্ধ জরুরি পরিষেবা, ওষুধের সংকটে বিপাকে রোগীরা নবীগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরা পথে নির্যাতনের অভিযোগ ! পাইকপাড়ায় ভাই বোন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ ডিসি অফিসের গেইটের সামনে যুবলীগ কর্মীকে মারপিট ॥ পুলিশে সোপর্দ

জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে। একই অফিসে হবিগঞ্জ-৩ আসনের নির্বাচনী অফিস হিসেবেও ব্যবহার করা হবে। গতকাল শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভায় এই অফিস উদ্বোধন করা হয়।
সভায় ৪টি আসনেই বিজয় নিশ্চিত করে হবিগঞ্জকে আবারো ২য় গোপালগঞ্জ হিসেবে পরিণত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন উপজেলায় বর্ধিত সভার আয়োজন করা হবে। সভাগুলোতে জেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডঃ লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি ও হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী।
বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, আলহাজ্ব আরব আলী, শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, এডঃ আলমগীর চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, সম্পাদক মন্ডলীর সদস্য এডঃ মনোয়ার আলী, সজিব আলী, এডঃ আফীল উদ্দিন, অনুপ কুমার দেব মনা, মোঃ আলমগীর খান, এডঃ কুতুব উদ্দিন শাহ, এডঃ আতাউর রহমান, জমিলা বেগম, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য ও যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, রফিক আহমেদ, এডঃভোকেট সৈয়দ আফজাল আলী, মোঃ নজমুল হাসান, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, এডঃ সুমঙ্গল দাশ সুমন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটু, জেলা তাতীলীগের সভাপতি মুদ্দত আলী, যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডঃ আব্দুল মোছাব্বির এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডঃ আতাউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com