বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জশনে জুলুছ

  • আপডেট টাইম বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে হবিগঞ্জ পৌর মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজালাল উদ্দিন আহমদ আখঞ্জি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।
অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার আলম ও কাজী মাওলানা ছাইফুল মোস্তফা এর যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিয় নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা আব্দুল করিম সিরাজনগরী (মা: জি:) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী এবং সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মাওলানা ছোলায়মান খান রাব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জের উপদেষ্টা মাওলানা এ.কে আফছার আহমদ তালুকদার, মাওলানা সিরাজুল ইসলাম আল-ক্বাদরী, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা শেখ মোহাম্মদ মোশাহিদ আলী, মাওলানা মুফতি মাহমুদুর রহমান চিশতী, ডাঃ আব্দুল ওয়াহাব, জেলা সহ-সভাপতি এম.জি মোহিত, মাওলানা আজিজুল ইসলাম খান, সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা মুসলিম খান, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ ফারুক মিয়া, মাওলানা কাজী এম.এ করিম, মাওলানা হারুনুর রশিদ গোলাপ, মোহাম্মাদ আব্দুল ওয়াদুদ, মাওলানা আশরাফুল ওয়াদুদ, মাওলানা হারুনুর রশিদ, কাজী আব্দুল কাইয়ূম, মাওলানা নিয়াজ মোহাম্মদ, মাওলানা মিজবাহ উদ্দিন মাসুক, মাওলানা হাফেজ আব্দুল করিম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আবু বক্কর, মাওলানা মুজিবুর রহমান আল-ক্বাদরী, মাওলানা খাইরুদ্দিন, মাওলানা তাহির উদ্দিন ছিদ্দিকি, মাওলানা নিজাম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মাওলানা জাকারিয়া, কাজী হাবিবুর রহমান হাবিব, মাওলানা মামুনুর রশিদ, সৈয়দ মোহাম্মদ আলী, আব্দুল কাদির প্রমুখ নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন উপমহাদেশের মধ্যে সুন্নী দর্শনের পুর্নজীবনধানকারী, যিনি বাতিলের বিরুদ্ধে কলম জিহাদ করে দেড় হাজারের অধিক কিতাব রচনা করে গেছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমামে এশকে মুহব্বত আহমদ রেজা খান বেরলবী (র:)। আলা হযরত এর প্রদর্শিত মসলক এর অনুসারীরা আজ বিশ্বের ১৩২টি দেশে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য মসলকে আলা হযরত বিশ্বাসী সকল সুন্নী সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের ঐকান্তিক ইচ্ছা পূরণের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, হবিগঞ্জ জেলা শাখার ব্যানারে বিশাল জশনে জুলুছ এর আয়োজন একটি সময়ের দাবী। বক্তাগণ আরও বলেন ১৯৭৪ সালে সর্ব প্রথম চট্টগ্রামের জমিনে আলে রসুল হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (র:) এর মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং ১৯৭৮ সাল থেকে হবিগঞ্জে সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে জশনে জুলুছ শুরু হয়েছিল। যারা জুলুছ শুরু করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) এর জুলুছে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com