রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের ৬ দিন পর উমেদনগর গ্রামের এক ব্যক্তির লাশ উদ্ধার জেলা কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে ব্যবসায়ী আটক বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি ভূমি স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলে ॥ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচী অনুষ্ঠিত নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ সংঘর্ষে ৭ জন আহত জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের ১৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন ॥ প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আহবায়ক, জি এম মাওলা সদস্য সচিব হযরত শাহ্জালাল (রা:) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ আহমেদের উপর হামলার প্রতিবাদে গ্রামবাসীর সভা অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ ঠিকাদার সমিতির কমিটি গঠিত ॥ তাজুল ইসলাম চৌধুরী ফরিদ সভাপতি লায়ন মোঃ কবির হোসেন সাধারণ সম্পাদক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবিগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি অঞ্চলের ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্টিত

ইংল্যান্ডে নাগরিক সংবর্ধনা সভায় ড. শাহ নেওয়াজ ॥ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যেতে চাই

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রতিনিধি ॥ জাতিসঙ্গের আইএমও-তে বাংলাদেশের পরামর্শক/লবিস্ট নিয়োগ লাভ করায় হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ এর সম্মানে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের এক অভিজাত রেস্তোরায় নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
গত ১৬ অক্টোবর ওল্ডহ্যামবাসীর পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনার ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ বলেন, বাংলাদেশ বিশ্বে এখন এক অনুকরণীয় ব্র্যান্ডের নাম। এক অপার সম্ভাবনার দেশ। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রিয়তম বাংলাদেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। তিনি জাতিসঙ্গের আইএমও-তে তাঁকে বাংলাদেশের পরামর্শক/লবিস্ট নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব ফজলুল হক লালার সভাপতিত্বে ও যুব লীগ নেতা জুনেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওল্ডহ্যামস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক শামসুদ্দিন আহমেদ এমবিই, খন্দকার আব্দুল মোছাব্বির এমবিই, কাউন্সিলর ফজলুল হক, সর্ব-ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মান্নান মনাফ, ওল্ডহ্যাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ্ জাহান, ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়েস কামালী, সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সাবেক কাউন্সিলর হাজি জিলাদ মিয়া, কাউন্সিলর মুহিব উদ্দিন, প্রফেসর মহসিন চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতির উপদেষ্ঠা মহিব উল্লাহ, সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি রিঞ্জল মিয়া, সিনিয়র সদস্য রায়হান মিয়া, তাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী জাহান চৌধুরী, আবুল কাশেম, প্রকৌশলী জ্যাকি মোস্তফা টুটুল, ব্যাংকার আব্দুল হামিদ, হাজি আব্দুল ওয়াদুদ মাস্টার, গ্রেটার সিলেট ডেভেলম্যান্ট কাউন্সিলের কেন্দ্রীয় নেতা মির্জা আসকির বেগ, সৈয়দ আনসাফ মিয়া, আওয়ামী লীগ নেতা শামসুল হক শামীম, যুবলীগ সভাপতি সৈয়দ সাদেক আহমেদ, যুবলীগ নেতা শাহীন ইসলাম, শামীম আহমেদ, জুনেদ চৌধুরী, দয়া মিয়া, সুমন, সালাহ উদ্দিন তালুকদার প্রমুখ।
উল্ল্যেখ্য, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ সেপ্টেম্বর ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজকে জাতিসঙ্গের বিশেষায়িত সংস্থা আইএমও-তে বাংলাদেশের পরামর্শক/লবিস্ট হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি ইতিমধ্যে তাঁর নতুন পদে যোগদান করে আইএমও এর বিভিন্ন সভায় অংশগ্রহনের মাধ্যমে সফলতার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক লালার সৌজন্যে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com