নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকায় সংঘটিত গণধর্ষনের ঘটনার মামলায় এখন পর্যন্ত ধর্ষণকারী অধরা রয়েছে। তবে পুলিশের দাবী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ, প্রেমের ডাকে সারা দিতে গিয়ে প্রেমিক স্বপন মিয়া তার সহযোগি কয়েকজন নিয়ে উপজেলার খড়িয়া গ্রামের এক যুবতি মেয়ে নির্জনস্থানে নিয়ে গণধর্ষন করে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ ধর্ষণকারীদের গ্রেফতারের জন্য মাঠে নামে। রাত ব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।