কনফারেন্স অব লইয়ার্স এ যোগদানের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা বারের সাবেক সহ-সভাপতি এডঃ মুরলী ধর দাস এর ইন্দোনেশিয়া গমণ। ২০১৮ সনের আগষ্ট ২, ৩ ও ৪ তারিখে ইন্দোনেশিয়ার বালিতে কনফারেন্স অফ লইয়ার্স অব এশিয়া প্যাসিফিক অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্সে যোগদানের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাস গত ৩১/০৭/২০১৮ তারিখ দিবাগত রাতে বিমানযোগে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
উল্লেখ্য ২০১৬ সনের জুন মাসে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত কনফারেন্স অব লইয়ার্স এশিয়া প্যাসিফিকেও এডভোকেট মুরলী ধর দাস অংশগ্রহণ করেন এবং কনফারেন্স শেষে এক্সজিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছিলেন।-বিজ্ঞপ্তি