শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ॥ কোস্টারিকার বিপক্ষে আজ মাঠে খেলতে নেমে ব্রাজিল ২-০ গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় রাশিয়ার সেন্ট পিটার্সর্বার্গ স্টেডিয়ামে শুরু হয়েছে। নির্ধারিত ৯০ মিনিট কেটেছিল গোলশূণ্যভাবে। যোগ করা অতিরিক্ত সময়ের শুরুতেই দুর্দান্ত এক গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ফেলিপে কুতিনহো। চাপমুক্ত হয়ে শেষপর্যায়ে গোলের দেখা পেয়েছেন ব্রজিলের তারকা নেইমারও। ২-০ গোলের জয় দিয়ে নক আউট পর্বের পথে বড় একটা ধাপ দিয়েছে ব্রাজিল। গত ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রাটা তেমন ভালো হয়নি। সে ম্যাচ উভয় দলই ড্র করেছিলো। ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন থিয়াগো সিলভা। গত ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন মার্সেলো। আজ কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল খুব দুর্দান্ত নৈপুণ্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না কিছুতেই। ৯০ মিনিট গোলশূণ্য থাকার পর অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন যে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হচ্ছে ব্রাজিলকে। সেটা হলে আর্জেন্টিনার মতো ব্রাজিলের ভক্ত-সমর্থকদেরও চিন্তা করতে হতো গ্র“প পর্ব পেরোনোর জটিল হিসাব-নিকাশের কথা। শেষপর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। কুতিনহো-নেইমারের গোলে ভালোভাবেই শেষ করেছে ব্রাজিল। বড় একটা ধাপ দিয়েছে নকআউট পর্বের দিকে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিলই এখন আছে ‘ই’ গ্র“পের শীর্ষে। দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বের স্বপ্ন দেখছে সার্বিয়া। এক ম্যাচে এক জয় নিয়ে তাদের ঘরে জমা হয়েছে ৩ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুইজারল্যান্ড। আর টানা দুই ম্যাচ হেরে বিদায় অনেকখানিই নিশ্চিত হয়ে গেছে কোস্টারিকার। প্রসঙ্গত, গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল কোস্টারিকা। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল এখন পর্যন্ত শিরোপা জিতেছে পাঁচবার।
ব্রাজিল একাদশ: অ্যালিসন; ফ্যাগনার, সিলভা, মিরান্দা, মার্সেলো; ক্যাসেমিরো, পাউলিনহো, কুটিনহো; উইলিয়ান, জিসুস, নেইমার।
কোস্টারিকা একাদশ: নাভাস; অ্যাকোস্তা, গনজালেজ, দুয়ার্তে; গ্যাম্বোয়া, বর্গেস, গুজম্যান, ওভিডো; রুইজ, ভেনেগাস; উরেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com