মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

রাজনগরে পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৩৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাজনগর এলাকায় পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল বিকেলে তিনি রাজনগর ইসলামিয়া এতিমখানার পার্শ্বস্থ আবাসিক এলাকায় পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। গত ২৮ মার্চ মেয়র ওই এলাকায় সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সমস্যার কথা শুনেন। ওই সময় আবাসিক এলাকার ওই রাস্তা ও ড্রেন নির্মাণ করে পৌরসভার পক্ষ হতে এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন। সে আশ্বাসের প্রেক্ষিতে পৌরসভার নিজস্ব তহবিল হতে সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে ওই এলাকার সিসি রাস্তা নিমার্ণের কাজ শুরু হয়। ঢালাইয়ের পূর্বে কাজের মান পর্যবেক্ষণ করতে এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করতে তিনি গতকাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com