সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে শ্বশুড় বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন সানুক মিয়া

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে শ্বশুড় বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন সানুক মিয়া। একটি পিকআপ ভ্যান কেড়ে নিয়েছে তার প্রাণ। নিহত সানুক মিয়ার বাড়ি বালাগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নজিব উল্লাহর পুত্র। গতকাল শনিবার সকালের দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের মডেলবাজার নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে সানুক মিয়া তার শ্বশুড় বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামে বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল শনিবার ভোরে নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়িয়ে গাড়ির অপক্ষো করছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী মাছবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সানুক মিয়াকে আঘাত করে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সানুক মিয়া নিহত হন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com