সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ গিলমান (রহ.) এর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলামা গোলাম হুসাইন (রহ.) বড় ছাহেবজাদা হযরত মাওলানা আবু সাঈদ মুহাম্মদ গিলমান ছাহেব এর জানাযার নামাজ ও দাফন গত ২২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে  নসীহতমূলক বক্তব্য প্রদান করেন  উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা হবিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান, মরহুমের ছোট ভাই অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, উপাধ্যক্ষ হযরত মাওলানা ছালিক আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মুহতারাম মহাসচিব  অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়র আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ক্বারী মাওলানা জমির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন ফারুক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোঃ হুসাইন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, আল ইসলাহ সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা আজির উদ্দিন পাশা, সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা আ.খ.ম নুমান, মাওলানা ছাদিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ  সভাপতি ফয়জুল ইসলাম, সিলেট পশ্চিম জেলা তালামীয সভাপতি ফয়েজ আহমদ তাজির প্রমুখ।
জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ছাহেবজাদা মাওলানা আব্দুল বাছির আল মাসুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com