আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন এমপি মজিদ খান। এছাড়া শিক্ষা প্রতিষ্টানে খেলাধুলা সামগ্রী, শিক্ষা উপকরণ ও অগ্নিনিরুপন যন্ত্র বিতরণ করেন তিনি। আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এডিপির নিজস্ব তহবিলের মাধ্যমে বার্ষিক উন্নয়নের আওতায় এসব সামগ্রি বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কান্তি চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রকৌশলী আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আজমিরীগঞ্জ-বানিয়াচুং আসনের সংসদ আলহাজ এড. আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, জেলা পরিষদ সদস্য নজমূল হাসান, জেলা আওয়ামিলীগ যুগ্মসাধারন সম্পাদক মর্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারন সম্পাদক মনোয়ার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার শিখা, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দছ মিয়া, বদলপুর ইউপি চেয়ারম্যান সুশেন জিৎ চৌধুরী, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, কাকাইলছেও ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল হক ভূইয়া, শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জামান আলী, মিজাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখসানা পারভিন, এবিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, বিরাট উজান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, ডিগ্রি কলেজের প্রভাষক তপু লাল কর্মকার।