রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

কমিউনিটি পুলিশিং দিবসের আলোচনা সভায় আবু জাহির এমপি ॥ পুলিশ ও জনতা এক সাথে মিলিয়ে কাজ করলে অপরাধ দমন সম্ভব

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, পুলিশ ও জনতা এক সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলে অপরাধ দমন করা সম্ভব। সেক্ষেত্রে কমিউনিটি পুলিশিং ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বাংলাদেশের মানুষ চায় শান্তি আর উন্নয়ন। আর উন্নয়ন কর্মকান্ড সম্পাদক করে আওয়ামী লীগ। কিন্তু সমাজে কিছু সংখ্যক অপরাধীর জন্য বিশৃংখলা সৃষ্টি হয়। তাই পুলিশ ও কমিউনিটি পুলিশিং  কমিটির সমন্বয়ে সকল অপরাধ রোধ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকারের উন্নয়ন কর্মকান্ড আরো বেগবান হবে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে জনগণকে সাথে নিয়ে আইন-শৃংখলা পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসাবে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর এসব মহতী উদ্যোগকে বাধাগ্রস্ত করতে দুস্কিৃতিকারীরা এখনও সক্রিয়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সংসদ সদস্য বলেন, বিএনপি-জামায়াত দেশে শান্তি চায় না। চাইলে তারাও আজকের এই কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহায়তা করে দেশকে এগিয়ে নিত। এ কারণেই জনগণ তাদেরকে ঘৃণা করে।
সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। পরে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য এক র‌্যালিতে হাজার হাজার লোকজন স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। পরে জেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিপিএম এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান আলোচক ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম, হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারমান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও কমিউনিটি পুলিশিং নেতা এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি লায়ন মোঃ হিরাজ মিয়া, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া ও সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক নেতৃত্বে ওসি তদন্ত মোহাম্মদ ডালিম আহমেদ ও পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে দিবসটি পালন করা হয়।
এছাড়াও বিভিন্ন কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ লাইনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পি পথিক হাসানসহ বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা এবং একটি দলীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জ জেলা পুলিশের নারী ও পুরুষ সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্টনটি উপভোগ করেন এমপি এডঃ মোঃ আবু জাহির, ডিআইজি কামরুল আহসান বিপিএম, হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সড়ক বিভাগের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, হায়াতুন নবী, শৈলেন চাকমা, সাংবাদিক জিয়া উদ্দিন দুলাল, শরিফ চৌধুরী, পাবেল খান চৌধুরীসহ পুলিশ পরিবারের সদস্যরা।
এদিকে একই সময়ে বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, বাহুবল ও লাখাই থানায় পৃথক পৃথক কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com