স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের জিকুয়া গ্রামের টমটম চালক কথিত অপহৃত বিলাল মিয়া (২৬)কে উদ্ধার করেছে র্যাব। তবে তাকে কেউ অপহরণ করেনি। মা-বাবার উপর রাগ করে তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। উদ্ধার হওয়া বিলাল মিয়া ওই গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
বিলাল হোসেনের বরাত দিয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৭ সেপ্টেম্বর রাত ৯টায় তিনি পিতার উপর রাগ করে তার স্ত্রীকেসহ পরিবারের কাউকে না জানিয়ে তার ভাড়ায় চালিত টমটমটি গোপায় ইউনিয়ন পরিষদে রেখে ঢাকায় চলে যান। ঢাকায় চলে যাওয়ার পূর্বে বিলাল হোসেন তার ভাড়াটিয়া বাসার ছেলে মোঃ সোয়েব মিয়াকে বিষয়টি জানিয়ে যান। পরে তার স্ত্রী রোজিনা আক্তার হবিগঞ্জ সদর থানায় অপহরণের মামলা দায়ের করেন এবং তার স্বামীকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বরাবরে এক খানা আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর সোয়া ৪টা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে¡ এএসপি মোঃ কফিল উদ্দীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে কথিত ভিকটিম বিলাল মিয়া অপহরণের ঘটনার বিষয়ে মামলা দায়ের ও তাকে উদ্ধারের জন্য পরিচালিত অভিযান সংক্রান্ত বিষয়ে অবগত হয়ে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি স্বেচ্ছায় র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পে এসে হাজির হন। এ সময় র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাবা ও ভাইদের সাথে পারিবারিক ও টাকা পয়সার বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। তার বাবার নিকট গাড়ী ক্রয়ের জন্য টাকা চাইলেও গাড়ী ক্রয়ের আশ্বাস দিয়ে তাকে বারবার হয়রানী করে আসছিল। তার অভাবের কারণে তার স্ত্রীকে না জানিয়ে তার পিতা-মাতার উপর রাগ করে তার ভাড়ায় চালিত টমটম গাড়ীটি গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান অফিসের সামনে রেখে তার বন্ধু শোয়েবকে অবহিত করে নিজে আত্মগোপন করে।