বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত ॥ উদ্বিগ্ন অভিভাবকরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৪১৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার ৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকবিহীন অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ৭৩টি। এতে করে কোমলমতি শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল।
খোজ নিয়ে জানা গেছে, ১শত ৮২ টি বিদ্যালয়ের মধ্যে ১শ ১৬টি বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১শ ৮২টি। এসব বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধলক্ষ। এমন ও দেখা গেছে কোন কোন বিদ্যালয়ে একজন বা দু’জন শিক্ষক থাকায় তাদের পক্ষে এক সঙ্গে তিনটি ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষকদের দিয়ে অনেক সময় বিভিন্ন জরিপসহ তথ্য উপাত্ত সংগ্রহরে কাজও তাদেরকে করতে হয়। বেশ কিছু বিদ্যালয় রয়েছে শিক্ষকরা অফিসিয়েল কোন কাজে উপজেলায় গেলে পাঠদান বন্ধ থাকে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাকের সাথে আলাপকালে তিনি জানান, নবীগঞ্জ উপজেলায় বর্তমানে ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। তাদের তালিকা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। ১৪ টি গ্রামে বিদ্যালয়বিহীন এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একাধিকবার সভায় আলোচনা করে তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com