বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি এম এ আজিজের জন্মদিন পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৫৫৫ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ গতকাল লন্ডনে হবিগঞ্জ কমিউনিটির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, গ্রেটার সিলেটের গর্ব, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ এর ৬৫তম জন্মদিন পালন করা হয়েছে। রমজান মাস থাকায় ইফতারের পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এম এ আজিজকে শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন মোঃ মোমিন আলী, মারুফ চৌধুরী, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, এ রহমান অলি, মোফাজ্জল হাসান শ্যামল, সাইফুল ইসলাম হেলাল, ইয়ুথ এসোসিয়েশনির আহ্বায়ক চৌধুরী নিয়াজ লিংকন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে। ওয়েলফেয়ারের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেননি তাঁরা ফোনে শুভেচ্ছা জানান।
অপর এক বিবৃতিতে এম এ আজিজ এর কৃতজ্ঞতা প্রকাশ ঃ
সিয়াম সাধনার মাসে আমার জন্মদিন উপলক্ষ্যে সকলস্তরের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বন্ধুদের সম্মিলিত শুভেচ্ছা, দোয়া, ভালবাসা, শুভকামনা এবং প্রাণঢালা শুভেচ্ছা প্রদানকারীদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। ৬৫তম জন্ম বার্ষিকীতে সকলের ভালবাসা ও শুভেচ্ছায় আমি সত্যিই আবেগাপ্লুত যা আমাকে জীবনের সন্ধিক্ষনে দাঁড় করিয়েছে। এত ভালবাসা, এত শ্রদ্ধা, এত ভরসা, এত আস্তা ও এত শুভকামনার প্রাপ্য অধিকারী কি না তা আমার মাঝে সংশয় স্মৃষ্টি করেছে। তবে ৭০ সালে উপকূলীয় অঞ্চল সন্ধীপ, হাতীয়া, ভোলায় সংঘটিত মহা-প্রলয় জলোচ্ছ্বসে একজন কনিষ্ট সেচ্ছাসেবক হিসাবে দশ লক্ষ মানুষ ও গবাদী পশুর ভাসমান সবদেহ এবং ৭১ সালের বিভিশীখাময় দিন গুলোতে অন্ধকারে রক্তের হলি খেলা, বারুদের গন্ধ, বুলেট বিদ্ধ গলিত মানুষের লাশ নিয়ে কুকুর, শিয়াল, শুকুনের টানাটানি পরবর্তীকালে ৭৪ সালে দূর্ভিক্ষে ক্ষুধার্থ মানুষের ডাষ্টভীন থেকে কুড়িয় পচা খাবার, মরা মোরগ আর কমলাপুরে মানুষের বমি ক্ষুধার্থ মানুষের খাওয়ার এবং কাপড়ের অভাবে কলাপাতা মোরানো মানুষের লাশ দাফনের দৃশ্য দেখার পর থেকেই সমাজকর্মে, মানব সেবা ও মানব কল্যাণে নিজেকে নির্মোহ ভাবে সম্পৃক্ত রেখে আর্তমানবতার সেবার মাধ্যমে জীবনের অর্থ খোজে বেড়াচ্ছি। আমৃত্যু যাতে নিজেকে নির্মোহ ভাবে সমাজ কর্ম, মানব সেবা তথা মানব কল্যাণ ও আর্তমানবতার সেবায় নিয়োজিত রাখতে পারি তার জন্য সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া প্রার্থী। জন্মদিনে শুভেচ্ছা প্রদানকারীদেরকে আবার সালাম ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com