আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে ছড়িয়ে পড়েছে রেডস্পাইডার হেলোফিলিটস রোগ। এ রোগের কবলে পড়ে চা উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। গত কয়েকদিনের প্রচন্ড গরমে শত শত একর জুড়ে ভাইরাস জনিত এ রোগে চা গাছ আক্রান্ত হয়ে উৎপানে মারাত্মক ধস নেমেছে। এ কারণে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চা বাগান সংশ্লিষ্টরা সংশয়ে রয়েছে। এশিয়ার অন্যতম বৃহত্তম সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, মার্চ- এপ্রিলের দিকে বৃষ্টিপাত হলেও মে মাসে প্রচন্ড খরায় ও গরমে শত শত একর জুড়ে ভাইরাস জনিত বিভিন্ন রোগে চা গাছ আক্রান্ত হয়ে উৎপাদনে মারাত্মক ধস নেমেছে। তীব্র রোদে চা গাছের কচি পাতা গজাচ্ছে না। যেটুকু কুড়ি পাতা গজাচ্ছে লাল মাকড়সা তা চুষে খেয়ে ফেলছে। এছাড়া তীব্র খরায় বালিযুক্ত দোঁআশ মাটি রোদে সহজে গরম হয়ে চা গাছ লালছে বর্ণ ধারণ করেছে। লাল মাকড়সা ও হেলোফিলিটস রোগ প্রতিরোধে কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। একই অবস্থা দেখা দিয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, বৈকুণ্ঠপুর চা বাগান ও নোয়াপাড়া চা বাগানে। প্রথমে সীমিত আকারে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও এখন তা সারা বাগানে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত বছর এ সময় যে পরিমাণ কচি পাতা উৎপাদন হয়েছিল এ বছর তা অর্ধেকে এসে দাঁিড়য়েছে। জগদীশপুর চা বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম মুন্না জানান, গত কয়েক দিনের তীব্র রোদে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যা চা গাছ ও কচি পাতার জন্য সহনশীল নয়। এ কারণে লস্করপুর ভ্যালীর ২৩টি চা বাগান খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের এমদাদুর রহমান মিঠু জানান, গত বছর এ সময়ে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছিল এ বছর বিভিন্ন রোগ বালাইয়ের কারণে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। দেশে বিদেশ থেকে চা আমদানির কারণে চা শিল্প এমনি হুমকির মুখে রয়েছে। প্রাকৃতিক এ বিপর্যয় দেখা দিলে চা শিল্প আরো গভীর সংকটে পড়বে।