সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যা আছে বিএনপির রূপকল্প ২০৩০-এ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৪৫৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেসডেস্ক ॥ রূপকল্প ২০৩০ ঘোষণা করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকালে গুলশান হোটেল ওয়েস্টিনে তিনি এই রূপকল্প ২০৩০ ঘোষণা করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ এ যা আছে তা হলো, জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। বিএনপি বিতর্কিত ও অগণতান্ত্রিক বিধান প্রয়োজনীয় সংষ্কার করবে। বিএনপি মুক্তিযুদ্ধের মূলমন্ত্র তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি নাগরিক মূল্যবোধ ও মানুষের মর্যাদায় বিশ্বাসী। সকল প্রকার কালা কানুন বাতিল করা হবে। বিচার বহির্ভূত হত্যাকান্ডের অবসান হবে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল করা হবে। বিচার বিভাগের কার্যকারিতা প্রতিষ্ঠা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা হবে। সালিশী আদালত পুনঃপ্রতিষ্ঠা করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা হবে। পুলিশ বাহিনীকে স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অনাকাঙ্খিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে।
বেগম জিয়া আরো বলেন, যুগোপযোগী জনপ্রশাসন গড়ে তোলা হবে। প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমে উজ্জীবিত করে তোলা হবে। বিএনপি অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ বা অন্য কোনো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হবে না। অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করলে তা প্রতিরোধ করবে। মুসলিম উম্মাহ ও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে। বিএনপি বিদ্যুৎ সরবরাহ, পানীয় জলের সরবরাহ, স্বাস্থ্যসেবাসহ সকল সেবার মান উন্নত করবে। অতি স্বল্প আয়ের মানুষের ভাগ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারি রেশনিং ব্যবস্থা চালু করা হবে। বিশেষ ভাতা ব্যবস্থা দুর্নীতিমুক্ত করা হবে। বেসরকারি পর্যায়ে পেনশন ফান্ড গড়ে তোলা হবে। প্রবীণদের পেনশন দেওয়া হবে। বিএনপি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সন্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করবে। মূল্যস্ফিতীর সঙ্গে সঙ্গতি রেখে মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানো হবে এবং তা দুর্নীতিমুক্ত রাখা হবে। মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমি চিহ্নিত করে সৌধ নির্মাণ করা হবে। বাংলাদেশের ভূখন্ডে কোনো ধরনের সন্ত্রাসবাদকে বরদাশত করবে না বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী কর্মক্ষমের মধ্যে পড়ে। এ সুযোগ কাজে লাগাতে হবে। পেশাগত ও কারিগরী শিক্ষা, প্রকৌশল বিদ্যা, বিজ্ঞান শিক্ষার বিভিন্ন মৌলিক প্রয়োগের জন্য প্রশিক্ষণ মানব সম্পদকে বিকশিত করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মানবসম্পদ উন্নয়নে ব্যয় করতে উৎসাহিত করা হবে। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ এখনো অর্থবহ কার্যক্রম নিতে পারে নি। শিক্ষাকে কর্মমুখী ও ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করা হবে। বিএনপি শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকায় নিয়ে যাবে। জিডিপির ৫ শতাংশ ব্যয় হবে শিক্ষায়। দেশে গড়ে তোলা হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। শিক্ষার জন্য পৃথক টেলিভিশন চ্যানেল করা হবে। বেসরকারি খাতকে ভাষা ইনস্টিউট গড়ে তোলার জন্য প্রণোদনা দেওয়া হবে। বিএনপির শিক্ষানীতি হবে জীবনমুখী। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক নিয়োগ বন্ধ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে। তথ্য ও প্রযুক্তি খাত হবে বিএনপির বিশেষ অগ্রাধিকার খাত। ফ্রিল্যান্সার ও আউটসোর্সের সঙ্গে জড়িতদের সুবিধা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফ্রি ওয়াই ফাই জোনের আওতায় আনা হবে। বিপুল সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা হবে। প্রতি জেলায় আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। জাতীয় অলিম্পিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে। বৈদিশিক কর্মসংস্থান সম্প্রসারণ ঝুঁকিমুক্ত করার জন্য সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা হবে। কমিশন গঠন করে প্রিন্ট, অনলাইন মিডিয়ার নীতিমালা হবে। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার করা হবে। উন্নয়নের কেন্দ্র হবে গ্রামমুখী। সেচের পানির প্রাপ্যতা ও জলাবদ্ধতা দূর করার জন্য খাল খনন ও নদী শাসন কার্যক্রম জোরদার করা হবে। দুর্যোগ কবলিত কৃষকের ঋণের সুদ মওকুফ করা হবে। পরিকল্পিতভাবে আবাসন সুবিধা দেওয়ার প্রয়াস নিবে বিএনপি। দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু করা হবে। স্বাস্থ্য বীমা চালু করা হবে। কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোকে আরো শক্তিশালী করা হবে। মাথাপিছু আয় পাঁচ হাজার ডলারে উন্নীত করা হবে। জলবায়ু পরিবর্তনের দায়ভার শিল্পোন্নত দেশের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com