বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

চুনারুঘাট পৌরসভায় বেড়েছে করের বোঝা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪০৬ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ৮ বছরেও কোন উন্নয়ন নেই চুনারুঘাট পৌরসভার। দিন দিন পৌর নাগরিকদের করের বোঝা বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। যানজট এখানে স্থায়ী রূপ নিয়েছে। শৌচাগার, পানীয় জলের সংকট মেটানো যাচ্ছেনা দীর্ঘ দিনেও। প্রতিদিনের মল-মুত্র, ময়লা-আবর্জনার গন্ধে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে পৌর শহরে আসা জনগনকে। রাস্তাঘাট দখল করে নিয়েছে ফড়িয়া ব্যবসায়ীরা। মাছ ও সবজি বাজারের যে চিত্র পুর্বে ছিল, পৌরসভা গঠনের ৮ বছর পরও সেটির পরিবর্তন হয়নি। বাজারের শেড দখল করে এলাকার প্রভাবশালীরা ভাড়া দিয়ে বছরের পর বছর টাকা হাতিয়ে নিচ্ছে। শহরের ময়লা আর্বজনা ডাকবাংলো সংলগ্ন মরা খোয়াই নদীতে ফেলার কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মহিলা উদ্যোক্তাদের জন্য নির্মিত পৌর দোকানঘরটি চলে গেছে প্রভাকশালীদের দখলে। বিদ্যুৎ নেই পৌর শহরের চন্দনা, পশ্চিম পাকুড়িয়া, আজিমাবাদ, নয়ানী, বড়াইল, আমকান্দি, হাতুন্ডা, তেলুত্তা, বাঘবাড়ী ও গেীগাউড়া এলাকার কয়েকশ’ বাড়ীতে। চুনারুঘাট পৌরসভার যানবাহনের জন্য কোন টার্মিনাল না থাকলেও অবৈধভাবে আদায় করা হচ্ছে টার্মিনাল, পৌরকরসহ কয়েক প্রকারের চাঁদা। এ চাঁদার কোন হিসেব নেই পৌরসভা কার্যালয়ে। রাস্তার উপর প্রতিষ্টিত হয়েছে যানবাহনের স্ট্যান্ড। প্রশাসন কয়েক দফা চেষ্টা করেও যানজট নিরসন করতে পারেনি। ড্রেনেজের অভাবে একটু বৃষ্টিতেই ডুবে যায় পৌরসভার অধিকাংশ রাস্তা-ঘাট। টোল আদায়ের নেই নির্দিষ্ট রেইট। ইজারাদাররা তাদের ইচ্ছামত টোল আদায় করছে। রাস্তার উপর নির্মিত হয়েছে দালান-কোটা। প্রতিবাদ করা যাচ্ছেনা কোন দুর্নীতির। ২০০৫ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হলেও পৌরসভার নেই নিজস্ব ভবন । উপজেলা কমপ্লেক্স’র একটি ভবনে ৮ বছর ধরে চলছে পৌরসভার কার্যক্রম। পৌরসভা গঠনের পর পৌর প্রশাসক হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে বানানো হয় প্রশাসক। তিনি দায়িত্ব নেয়ার পর কোন উন্নয়ন করতে পারেননি। ডাক-ঢোল পিটিয়ে বাজেট ঘোষনা ছাড়া কোন উন্নয়ন তিনি করতে পারেননি। সারা বছর তিনি সংগ্রাম-আন্দোলন নিয়ে সময় ব্যয় করেছেন। তিনি বলেন, কাংখিত অর্থ বরাদ্দ না পাওয়ায় চুনারুঘাট পৌরসভার কোন উন্নয়ন করা যাচ্ছেনা। এরপরও যথেষ্ট উন্নয়ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com