মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সম্পত্তির লোভে মাকে নির্যাতনের অভিযোগে পুত্র সাজন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুরে সম্পত্তির লোভে গর্ভধারিণী মাকে নির্যাতনের অভিযোগে পুলিশ কুলাঙ্গার পুত্র আকিকুর রহমান সাজন (৩৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে সদর থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোহনপুর এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র আকিকুর রহমান সাজন ও তার ভাই মিজানুর রহমান পৈত্রিক সম্পত্তির জন্য তার গর্ভধারিনী মা আনোয়ারা বেগম, ভাই লুৎফুর রহমান ও তার বোনকে মারধোরসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এ নিয়ে তার মা ও ভাই থানায় আলাদা জিডি করেন এবং আদালতে মামলা দায়ের করেন। কিন্তু সাজন তা তোয়াক্কা না করে তাদের উপর নির্যাতন অব্যাহত রাখে। সম্প্রতি তার বৃদ্ধা মা আনোয়ারা বেগম হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এরই প্রেক্ষিতে গত ১৬ মার্চ সদর থানায় সাজন ও তার ভাই মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রেক্ষিতে গতকাল সাজনকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে জায়গা দখল, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com