শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

সিলেটে জঙ্গি আস্তানার কাছে দু’দফা বোমা হামলায় দু’পুলিশসহ নিহত ৪

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৪০৩ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এর কাছেই দু’দফা বোমা হামলার ঘটনায় দুই পুলিশসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুই পুলিশ সদস্য হলেন- চৌধুরী আবু কয়সর ও মনির হোসেন, অন্যজন স্থানীয় আ.লীগ নেতার পুত্র ও ছাত্রলীগ কমী ওয়াজেুল ইসলাম অপু। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন আরও অর্ধশত জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মিডিয়া মুখপাত্র জেদাল আল মুসা এ তথ্য নিশ্চিত করেন।
নিহত পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কয়সর দিপুর বাড়ি সুনামগঞ্জে। তিনি শহরের জামাইপাড়া এলাকার মৃত আছদ্দর আলীর চৌধুরীর ছেলে। দিপু সিলেট কোতওয়ালি থানার ওসি তদন্ত পদে কর্মরত ছিলেন। নিহত দিপুর ছোট ভাই বাবলু এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রথম হামলায় মোটরসাইকেল আরোহীর ঘটানো বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রাত সাতটা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় দ্বিতীয় দফা বোমার বিস্ফোরণে আরেকজন নিহত হন। দুটি হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য জানান।
সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ শিববাড়ির জঙ্গি আস্তানার প্রবেশের মূল রাস্তার মুখের দিকে ছুটে যান। সেখানে গিয়ে একটি মোটরসাইকেল ও ৪ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন মঞ্জুর হোসেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, একটি মোটর সাইকেলে করে দু’জন এসে ঘটনাস্থলে এসে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন বলেন, নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে অবিস্ফোরিত একটি বোমা ও মোটর সাইকেল উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com