চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুড়িয়া গুচ্ছ গ্রাম এলাকার আলী মিয়ার পুত্র সোহেল মিয়া (৩৫) ৫৫ পিছ ইয়াবাসহ সোহেল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গতকাল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মিয়ার নিজ বসত বাড়ীর রাস্তার সামন থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। চুনারুঘাট থানার এসআই সেলিম হোসেন, এসআই ওমর ফারুক, এসআই বিপ্লব গাজী মোঃ মুসলিম উদ্দিনসহ একদল পুলিশ গ্রেফতার করে সোহেল মিয়াকে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।