শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

সিলেটে নাগরিক সনদের উপর কর্মশালা শুরু ১৬ জেলার অংশ গ্রহণ ॥ হবিগঞ্জের ৫ জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার যে রূপ কল্প তার পুর্ব শর্ত হল জনবান্ধব প্রশাসন গড়ে তুলা। এ লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় জনপ্রশাসন মন্ত্রণালয়  জনগনের জন্য নাগরিক সনদ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন পর্যায়ের কাজ শেষে এবার শুরু হয়েছে স্টেক হোল্ডারদের অংশ গ্রহণে কর্মশালা।
গতকাল  সিলেটের সুপ্রীম হোটেলের কনফারেন্স রুমে দেশের মধ্যে ১ম কর্মশালার উদ্বোধন হয়। দুই দিন ব্যাপী এই কর্মশালায় সিলেট বিভাগের ৪টি সহ ১৬ জেলার ৮২জন অংশ গ্রহণ করেন। তন্মধ্যে হবিগঞ্জ থেকে অংশ গ্রহণ করেন ৫জন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ এর নেতৃত্বে হবিগঞ্জ থেকে অংশগ্রহণকারীগণ হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, হবিগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
গতকাল সকাল ১০টায় সিলেটের বিভাগীয় কমিশনার এ এন এম জিয়াউর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও সিভিল সার্ভিস চেইঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর জাতীয় প্রকল্প পরিচালক দিলরুবা। বক্তব্য রাখেন, প্রদানমন্ত্রীর কার্যালয়ের ডিজি ও অতিরিক্ত সচিব আব্দুল হালিম, যুগ্ম-সচিব জাফর ইকবাল, যুগ্ম-সজিব মকসুদ পাঠোয়ারী। রিসোর্স পার্সন ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাভেদ শফিউল্লাহ ও আলী নেওয়াজ রাসেল।
কর্মশালায় সকলের অংশ গ্রহণে আকর্ষণীয় ও উদ্বোধনী এবং স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হয় এ ধরনের নাগরিক সনদ প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com