মোঃ কাউছার আহমেদ/এটিএম সালাম ॥
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা সঠিক। সার্চ কমিটির প্রতিটি সদস্য অত্যন্ত জ্ঞানী-গুনী ও ভাল লোক। আর যারা সার্চ কমিটির বিরুদ্ধে কথা বলছেন তারা ভ্রান্ত ও রাবিশ। তাদের এ কথার কোন ভিত্তি নেই। অর্থ মন্ত্রী গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ে
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সফিকুর রহমান। অনুষ্ঠানে মুল প্রবন্ধক পাঠ করেন সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌসভার সাবেক মেয়র স্কুলের প্রাক্তন ছাত্র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস ছালাম। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, উনিবিংশ শতাব্দী থেকে একটা শিক্ষা নীতি গঠিত হয়। সেই শিক্ষা নীতিই আমাদের দেশে আজ পর্যন্ত চলছে। কিছু কিছু বিবর্তন পরিবর্তন হয়েছে। আমাদের দেশের বেশীর ভাগ সরকারী বিদ্যালয় ১৮৪০ সালের পর থেকে প্রতিষ্ঠা শুরু হয়। এতে বৃটিশ সরকার যথেষ্ট পরিমান অর্থ মঞ্জুর করেন এবং বিভিন্ন জায়গায় স্কুল প্রতিষ্ঠা পেতে থাকে। নবীগঞ্জও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে নয়। বর্তমানে স্কুলে মেয়েদের মত ছেলেদেরও বিনা বেতনে শিক্ষার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, মানুষতো সৃষ্টির শ্রেষ্ট জীব কিন্তু তার এই শ্রেষ্টত্ব প্রতিষ্ঠা করতে নিজেকে যথেষ্ট কষ্ট করতে হয়। আর এই শ্রেষ্ট জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষার তার সব চেয়ে বড় অস্ত্র। একমাত্র মানুষই জ্ঞান আহরণ করে, জ্ঞানের চর্চা করে, জ্ঞান সংরক্ষণ করে। পুরোনো দিনের জ্ঞান ব্যবহার করে নতুন দিনের নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন আবিস্কার করে এবং সেই আবিস্কার আর প্রযুক্তি তাকে সভ্যতার এক স্তর থেকে আরেকটা উচ্চতর স্তরে পৌছে দেয়। আমরা যেমন বর্তমানে আইসিটির কল্যাণে এখন একটা সভ্যতার উচ্চতর স্তরে পৌছে গেছি। যেখানে অতি সহজেই মানুষকে মানুষের পুর্বতম জ্ঞান নিয়ে আলোচনা করতে পারে এবং আলোড়ন সৃষ্টি করতে পারে। সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আমাদের সেই রাস্তাটা খুব সহজ করে দিয়েছেন। কারণ তিনি আমাদের বলেছেন যে, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। এই ডিজিটাল বাংলাদেশই হচ্ছে আইসিটির সবচেয়ে বড় অবদান। সেই দিক দিয়ে আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, দেশের মানুষকে যদি শিক্ষিত করে গড়ে তুলা যায় তাহলে রাষ্ট্রকে আর বিশেষ কিছু করতে হয় না। শুধু একটি কাজ করলেই মানুষ এগিয়ে যাবে এবং তিনি সে জন্য যেটা প্রস্তাব করেন সেটা হল, প্রতিটি মানুষের জন্য শিক্ষার উচ্চতর স্তর কম খরচে নিশ্চিত করতে হবে। আমরা ইতি মধ্যে কিছটা করেছি। মাধ্যমিক পর্যন্ত যেন সকলেই শিক্ষা পেতে পারে তার একটা ব্যবস্থাও আমরা করেছি। বিভিন্ন উপবৃত্তি দিচ্ছি। উপবৃত্তি থেকে যারা বঞ্চিত ছিলো তাদেরকে ও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। বর্তমান সরকার আগামী ১০ বছরের মধ্যে স্নাতক পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার সুযোগ করবে। তখন দেশে কোন দারিদ্র থাকবে না।
মন্ত্রী আরো বলেন, পাকিস্তান আমলে দেশে দারিদ্রের হার ছিল ৭০%, বর্তমানে আছে ২২%, আগামীতে এ সংখ্যা হবে ৬/৭%। তখন যারা থাকবে খুবই স্বল্পসংখ্যক। বর্তমান সরকার আইসিটির মাধ্যমে দেশকে ডিজিটালে রূপান্তরিত করেছে। আগামী ২০২৪ সালের মধ্যে এদেশের শিক্ষার হার শতভাগ নিশ্চিত হবে। পাকিস্তান আমাদের একটি দরিদ্র রাষ্ট্রে পরিণত করেছিলো। তখন আমরা ১ কোটি ১০ লাখ টন খাদ্য উৎপাদন করতাম। এখন আমরা ৩ কোটি ৮২লাখ টন খাদ্য উৎপাদন করি। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূণ। বাইরে খাদ্য রপ্তানী করি। আমাদের দেশে তুলা উৎপাদন না হলে আমরা গার্মেন্টস শিল্পে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছি।
শেষে তিনি নবীগঞ্জের ঐতিহ্যবাহি জে.কে উচ্চ বিদ্যালয়ের ভুমি দাতা ও এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।
নবীগঞ্জের জে.কে উচ্চ বিদ্যালয়ের বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানের ২য় দিনে গতকাল শনিবার সকাল ১১টায় হেলিকপ্টার যোগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি কানাইপুর হেলিপ্যাডে অবতরণ করেন। অনুষ্ঠান স্থলে পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। পরে আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রখ্যাত সংঙ্গীত শিল্পিরা সংঙ্গীত পরিবেশন করেন।