মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার বিতর্কিত লোকদের নিয়ে গঠিত জেলা বিএনপির নির্বাচন কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা নবীগঞ্জ তাজউদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় ও অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ব্যতিক্রমধর্মী বিবাহ করলেন ছনি চৌধুরী মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ যাদেরকে রাজপথে আন্দোলনে পাইনি তারা এখন বিএনপির এজেন্সি নিতে চায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় মেধাবী ও উচ্চ শিক্ষিতরা কেন থাকতে চায় না ? ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা মামুন ও দুলালের মায়ের কুলখানি সম্পন্ন হবিগঞ্জ জেলা দায়রা জজের পদোন্নতি হবিগঞ্জ প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ফিজিওথেরাপির যন্ত্রপাতি অকেজো ॥ ভোগান্তিতে রোগীরা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাক্ষাত

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের সকল প্রত্যাশা পূরণ করবেন। মন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাক্ষাৎকরলে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্য বিশিষ্ঠ একটি প্রতিনিধি দল গত ৩০ জানুয়ারী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার হোসেন। সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অতঃপর সমিতির সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা প্রাথমিক শিক্ষার আমুল পরিবর্তনের স্বার্থে শিক্ষকদের বিভিন্ন সদস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের মনের আকুতি উপলব্ধি করেন এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো অচিরেই করবেন। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষকদের সকল প্রত্যাশা পূরন করা হবে। তবে শিশুরা যাতে তাদের কাঙ্খিত শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকে সকল শিক্ষককে সজাগ থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com