বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আমি ষড়যন্ত্রের শিকার-রোকেয়া খাতুন রুকু

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আমি রোকেয়া খাতুন রুকু সংরক্ষিত ৩নং আসনের সদস্য পদে প্রার্থী ছিলাম। বিধি মোতাবেক যথারীতি আমি মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু বাছাইকালে আয়কর দাখিলের রিটার্ন কপি, আয়কর পরিশোধের প্রত্যায়নপত্র ও সম্পদ বিবরণীর কপি মনোনয়নপত্রে সংযুক্ত না থাকায় জেলা রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করেন। পরে আমি প্রার্থীতা ফিরে পাবার জন্য আপিল কর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্তৃপক্ষ সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবরে আপিল আবেদন করি। ওই আপিল আবেদনে আমি উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করি। গত ৭ ডিসেম্বর আপিল শুনানি শেষে ৮ ডিসেম্বর এ বিষয়ে আদেশ প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয়, “প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় টিআইএন ধারী ছিলেন না। প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের পর টিআইএন ভূক্ত হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় আয়কর রিটার্ন দাখিল না করায় এবং টিআইএন ধারী না হওয়ায় প্রার্থী প্রতিকার পাওয়ার হকদার নহেন”।
কিন্তু বাস্তবতা হল, আমি সিলেট কর অঞ্চলের সার্কেল-১৬ (হবিগঞ্জ)-এর নিবন্ধিত করদাতা। আমার ঞওঘ নাম্বার ১৪৭৩৮৯১৮৭৪২৫। গত ১৭ মে ২০১৬ তারিখে আমি করদাতা হিসেবে নিবন্ধিত হই। মনোনয়নপত্রের সাথে আমি ওই নিবন্ধনপত্রটিও দাখিল করি। সময় স্বল্পতা ও পারিপার্শ্বিক নানা জটিলতার কারণে মনোনয়নপত্রের সাথে আয়কর রিটার্নের কপি, আয়কর পরিশোধের প্রত্যায়নপত্র ও সম্পদ বিবরণী দাখিল করতে পারিনি। আপিল শুনানিকালে আমি তা যথাযথভাবে উপস্থাপন করি। কিন্তু আপিলের রায়ে বিজ্ঞ আদালত আশ্চর্র্যজনক ভাবে “আমি টিআইএন ধারী নয় বলে উল্লেখ করেন”। অথচ জেলা রিটার্নিং অফিসারের আদেশে আমি নিবন্ধিত ‘টিআইএন’ ধারী কি-না এ বিষয়টি উল্লেখই ছিলনা। এখানে সর্বস্তরের জনসাধারণের অবগতির জন্য উল্লেখ করতে চাই যে, আমি দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে হবিগঞ্জ পৌর পরিষদ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সদর উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছি। আমি জেলা পরিষদে সদস্য পদে প্রার্থী হওয়ার পর ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আমার ধারণা, প্রতিপক্ষ বিশেষ একটি মহল আমার বিজয় সুনিশ্চিত জেনে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ষড়যন্ত্রকারীরাই মূলত আমার আইনজীবিকে বশিভূত করে আমার আয়কর রিটার্ন কপি ও আয়কর পরিশোধ প্রত্যায়নপত্র যথাসময়ে প্রদান করতে বিলম্বিত করায়। আমি সর্বস্তরের জনসাধারণ ও সম্মানিত ভোটার এবং নির্বাচনে আমাকে যারা যেভাবে সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি অকৃপণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ভবিষ্যতে সাধ্যমত পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com