স্টাফ রিপোর্টার ॥ জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ওয়াকিদ মিয়া (৪০) গুরুতর আহত হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার মুথুরানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওয়াকিদ মিয়া জানান, তার বড় ভাই গোলাপ মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে গোলাপ মিয়া তার ছেলে সোহেল ও মারাজ সহ কয়েকজন তাকে মারধোর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।