সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের ডাকাত চাক্কু জামান গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আন্ত:বিভাগীয় ডাকাত দল সদস্য ও নবীগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনাকারী ছালিকুজ্জামান ওরপে নুরুজ্জামান ওরপে চাক্কু জামানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় চাক্কু জামান হিসেবেই সে সমদিক পরিচিত। সে উপজেলার বাউশা ইউনিয়নের কামিরাই গ্রামের সাহেব আলীর পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চাক্কু জামান’র বিরুদ্ধে সিলেটের পৃথক দু‘টি মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ তার বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জের কুখ্যাত ডাকাত চাক্কু জামান কখনও নিজের নাম নুরুজ্জামান, কখনও ছালিকুজ্জান বলে পরিচয় দেয়। তবে চাক্কু জামান হিসেবেই তার পরিচিতি বেশ এবং চাক্কু জামান নামেই তাকে সবাই ডাকে ও চিনে। সে আন্ত:বিভাগীয় ডাকাত দলের সক্রিয় একজন সদস্য বলে দাবী পুলিশের। ২০১৩ সালে সিলেটের মোগলাবাজার থানায় পৃথক দু‘টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। এর পর থেকেই আত্মগোপনে থাকে চাক্কু জামান। গত বৃহস্পতিবার সে কামিরাই গ্রামস্থ নিজ বাড়িতে আসে এবং রাতে নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামসহ বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা করে। গোপন সংবাদে পুলিশ তার এই পরিকল্পনার কথা জানতে রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে এসআই চাঁন মিয়া ও এএসআই জয়ন্ত তালুকদারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য পাওয়া যাবে বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com