বুধবার, ২১ মে ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

সেরা পুলিশ সুপার সম্মাননা পেলেন হবিগঞ্জের জয়দেব কুমার ভদ্র

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৯৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় সেরা পুলিশ সুপার হিসেবে সম্মাননা পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। গত রবিবার বেলা ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান (পিপিএম)।
প্রসঙ্গত, জয়দেব কুমার ভদ্র হবিগঞ্জে যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। প্রতিটি ঘটনা-দুর্ঘটনায় তার নিখাঁদ আন্তরিকতার বিষয়টি নজর কেড়েছে সকল মহলের। সততা আর কর্তব্য পরায়ণতার জন্য তিনি পুলিশ বিভাগের অভ্যন্তরেও হয়েছেন সমানভাবে প্রশংসিত।
তাঁর বলিষ্ঠ ভূমিকায় হবিগঞ্জ থেকে নির্বাসনে গেছে পুলিশের নিয়োগ বাণিজ্য। অতীতে লক্ষ্য করা গেছে, পুলিশে নিয়োগ নিয়ে হয়েছে লাখ লাখ টাকার বাণিজ্য হয়েছে। তিনি হবিগঞ্জে যোগদানের পর দু’বার হয়েছে পুলিশে নিয়োগ। দুটি নিয়োগের প্রতিটি প্রক্রিয়াই শতভাগ স্বচ্ছতা ছিল। অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীরাই হয়েছেন উত্তীর্ণ। যে কারণে সর্বমহল থেকেই প্রশংসা কুঁড়িছেন তিনি।
ইউনিয়ন নির্বাচনী খাতে সরকারের দেয়া বরাদ্দ থেকে বাঁচানো অর্থ দিয়ে তাঁর প্রচেষ্টায় জেলার ৭টি পুলিশ ব্যারাকে দেয়া হয়েছে ‘ফ্রিজ’। যা ছিল সাধারণ পুলিশ সদস্যদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এছাড়া নারী নির্যাতন বন্ধের ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছেন তা-ও প্রশংসার দাবী রাখে। একমাত্র তাঁর উদ্যোগেই গঠন করা হয়েছে নারীর প্রতি সহিংসতা ও প্রতিরোধ মোকাবেলা কমিটি। সিলেট বিভাগের মধ্যে একমাত্র হবিগঞ্জ জেলায় এ কমিটি গঠন করা হয়েছে। নারীরা যাতে নির্যাতন ও সহিংসতার শিকার হতে না হয় এজন্য নিজস্ব চিন্তা চেতনা থেকেই তিনি এ ধরণের উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com