মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ফুলতলী ছাহেব কিবলার মাজারে অলৌকিক ঘটনা কান্নাজড়িত মোনাজাতে বাকশক্তি ফিরে ফেলেন নবীগঞ্জের আকলুছ!

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধি মোঃ আকলুছ মিয়া (৫৬) নামে এক ব্যক্তির বাকশক্তি ফিরে আসার ঘটনায় তোলপাড় চলছে। লোকজন এ ঘটনাকে অলৌকিক মনে করে ওই বাড়ীতে ভীড় করছেন। গতকাল বিকেলে আলোচিত বাড়ীতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাক্শক্তি ফিরে পাওয়া আকলুছ মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে।
স্থানীয় একাধিক সূত্রে প্রকাশ, ৮ সন্তানের জনক মোঃ আকলুছ মিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বিভিন্ন চিকিৎসায় কোন সফলতা আসেনি। ৮-১০ বছর ধরে তার জবান বন্ধ ছিল। কথা বলার শক্তি হারিয়ে ইশারায় দৈনন্দিন কার্য সম্পাদন করিতেন। গত ১৫ জানুয়ারী সিলেটের আধ্যাত্মিক সাধক প্রয়াত আল্লামা ফুলতলীর পীর ছাহেব কিবলার ইছালে ছওয়াব উপলক্ষে দরবার শরীফে যান তিনি। রাত সাড়ে ৯টায় আকলুছ মিয়া পীরের মাজার জিয়ারত করেন। এসময় কান্নাজড়িতভাবে মোনাজাতের এক পর্যায়ে তার জবান শক্তি ফিরে আসে। এসময় উৎসুক জনতার প্রচন্ড ভীড় জমে উঠে। খবর পেয়ে বাড়ীর লোকজন আনন্দে উল্লসিত হন। ১৬ জানুয়ারী দুপুরে আকলুছ মিয়া বাড়ীতে ফিরে আসেন। নিজ গ্রাম ছাড়াও বিভিন্ন এলাকার লোকজন একনজর তাকে দেখার জন্য ছুটে যান। স্থানীয় ইউপি মেম্বার আবদাল মিয়া বলেন, অবিশ্বাস্য ঘটনায় আমরা আনন্দিত। ফুলতলী পীরের প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে আল-ইসলাহের উপজেলা কমিটির সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ এবং নবীগঞ্জ পৌর কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন চৌধুরী বলেন, ঘটনার খবর শুনে সরেজমিনে ওই বাড়ীতে গিয়ে সত্যতা পেয়েছি। আকলুছ মিয়ার স্ত্রী জাহেরা বেগম বলেন, স্বামী বাকশক্তি ফিরে পেয়েছেন। ওলি-আউলিয়ার জয় হয়েছে। উল্লাসিত হয়ে তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আল-ইসলাহের নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী মাওলানা হাসান আলী, উপজেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আবদুস সবুরসহ তালামীয নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন আকলুছ মিয়ার বাড়ীতে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com